কৃষক বন্ধুর প্রকল্প কি?
কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্পন্ন কৃষকদের জন্য এক জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের (Farmers) আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার।
এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত যোগ্য কৃষকরা (Farmers) আবেদন করবেন ১ একরের(Acre) এর উপরের জমি দিয়ে সেই কৃষকদের (Farmers) সর্বোচ্চ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা (Farmers) ১ একরের (Acre) নিচে বা অল্প জমি দিয়ে আবেদন করবেন তাদের সর্বনিম্ন (৪০০০) হাজার টাকা আর্থিক সাহায্য দেয়া হবে ২ মরসুমের (Rabi & kharif season) মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে।
২০২৪ সালের রবি মরসুমের টাকা কবে পাবো?
পশ্চিমবঙ্গ (west bengal) রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার যে কোন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার একটা সময়সূচী রেখেছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গ (west bengal) রাজ্য সরকার এই কৃষক বন্ধু (Krishak Bandhu) নতুন প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের টাকা দেওয়ার সময়সীমা বেঁধে রেখেছে।
পশ্চিমবঙ্গ (west bengal) সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য এই কৃষক বন্ধু(Krishak Bandhu) নতুন প্রকল্পের টাকা দেওয়ার সময় সূচি আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাই।
কৃষক বন্ধু (Krishak Bandhu)প্রকল্পের অফিসিয়াল(Official Website) ওয়েব সাইটে রাজ্য সরকার নিজেই ঘোষণা করে দিয়েছেন তথা কৃষি দপ্তর নিজেই ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে পাবো রবি মরশুমের (Rabi Season)টাকা দেওয়ার সময় সীমা ও খারীফ মরশুমের (kharif Season) টাকা দেওয়ার সময় সীমা আলোচনা করা হলো।

পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের নিজস্ব প্রকাশিত নোটিশে বলা হয়েছে কৃষক বন্ধু (Krishak Bandhu) নতুন প্রকল্পের মাধ্যমে টাকা কবে কবে দেয়া হয়ে থাকে কৃষকদের।
কৃষক বন্ধু টাকা দেওয়ার সময় সূচি :-
প্রকল্পের নাম:- | কৃষক বন্ধু নতুন প্রকল্প |
মরসুম | রবি মরসুম |
টাকা দেয়ার তারিখ:- | অক্টোবর থেকে মার্চ মাস |
OFFICIAL WEBSITE LINK:- | https://krishakbandhu.net/ |
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার পদ্ধতি?
কৃষক বন্ধু (Krishak Bandhu)নতুন প্রকল্পে আপনার স্ট্যাটাস (Status) চেক করবার জন্য কয়েক মিনিট সময় লাগবে এবং আপনি সেটা মোবাইল (Mobile) ফোনের মাধ্যমে চেক করতে পারবেন বিস্তারিতভাবে প্রতিবেদনে স্ট্যাটাস (Status) থেকে পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করা হলো।
স্ট্যাটাস চেক পদ্ধতি:-

১)প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের Google আসতে হবে।

২)এরপর সার্চ করুন Krishak Bandhu বা সরাসরি লিংকে ক্লিক করতে পারেন।

৩) তারপর প্রথমে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু (Krishak Bandhu)সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।Link:-krishakbandhu.net

৪) দুই নম্বর অপশনে (Option)দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে ক্লিক করবেন।

৫) তারপর চলে আসবে কৃষক বন্ধু (Krishak Bandhu)সার্চ ভোটার কার্ড (Voter Card)একটি Page-এ, সেখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যেটা ইচ্ছা Valid Id কার্ড নং দিন।
৬) সম্পূর্ণ ডিটেইলস (Details) দেওয়ার পর আপনি চেকবক্সে (Cheak box) ক্লিক করবেন তারপর টিক(✅)যখন চলে আসবে সার্চ অপশনে ক্লিক করবেন।
৭) তারপরে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস (Status) সম্পূর্ণ দেখাবে ডিটেলস (Details)। এই স্ট্যাটাসে (Status) আপনি দেখতে পাবেন সব ডিটেইলস (Details) আপনার এবং এছাড়াও আপনার আবেদন পত্রটি বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে সেটাও দেখতে পাবেন।