Lakshmir Bhandar New Update
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মহিলাদের আর্থিক সাহায্য রূপে দেয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প পরিচালিত করা হয়। যে প্রকল্পের আওতায় রাজ্যের যে সমস্ত যোগ্য মহিলারা আবেদন করবেন এই প্রকল্পে, তাদের প্রতি মাসে ভাতা হিসেবে টাকা দেওয়া হয়।
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কোন মহিলাদের কত টাকা আর্থিক সাহায্যে করেন রাজ্য সরকার?
রাজ্য সরকার নির্দেশমতো যে সমস্ত ক্যাটেগরি মহিলারা এই প্রকল্প আবেদন করবেন এবং কত টাকা পাবেন তা নিয়ে আলোচনা করা হলো :-
Category:-
- General/সাধারণ=১০০০/- টাকা প্রতিমাসে।
- OBC/অন্যান্য অনগ্রসর শ্রেণী=১০০০/- টাকা প্রতিমাসে।
- SC/তফসিলি জাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
- ST/তফসিলি উপজাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
লক্ষীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম কেন বাদ পড়ছে? কোন সমস্ত উপভোক্তারা টাকা পাবেন না?
Table of Contents
পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য দুঃসংবাদ!
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিছু মহিলাদের নাম কাটা ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জেলায় এই নাম কাটা হচ্ছে। এবং আগামীতেও রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক ব্লকে কিন্তু এই নিয়ে নাম কাটা শুরু হয়েছে।
আপনি কি জানেন আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কেটেছে কিনা? যদি কেটে থাকে কীভাবে বুঝবেন এবং কাটার পর নতুনভাবে আবেদন করার কি পদ্ধতি রয়েছে এবং কেনই নাম কাটা হচ্ছে?
Lakshmir Bhandar new news today:
লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার কারণ :-
১) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেকে তপশিলি জাতি বা উপজাতি হিসেবে দাবি করেছিলেন। পরবর্তীতে রাজ্য সরকার তাদের যেই শংসাপত্র দিয়েছিল তা ভুও বলে পরিচিত হয়। তারপর রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সেই নাম গুলো বাদ পড়ে যায় লক্ষীর ভাণ্ডার প্রকল্প থেকে।
২) লক্ষীর ভাণ্ডার প্রকল্পে অনেক সময় এমনও দেখা গেছে একজন মহিলার দুই অ্যাকাউন্ট এবং দুই অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দুই রকম ভাবেই নিচ্ছেন। এই সমস্ত উপভোক্তা কে রাজ্য সরকার চিহ্নিত করে তাদের নাম বাদ দেয়া হচ্ছে।
৩) এটা কিন্তু ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে যেমন কোন উপভোক্তার বয়স হয়নি, তবুও তিনি এই প্রকল্পে ভুল তথ্য দিয়ে আবেদন করে সুবিধা পাচ্ছিলেন। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে একজন উপভোক্তাকে আবেদন করবার জন্য তার সর্বনিম্ন বয়সসীমা হতে হবে 25 বছর কিন্তু ২৫ বছরের কম বয়সের মহিলারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে প্রকল্পের সুবিধে বরং বার পেয়ে যাচ্ছেন। রাজ্য সরকার এই সমস্ত উপভোক্তাকে চিহ্নিতকরণ করে নাম বাদ দেওয়ার কাজ চালাচ্ছেন।
৪) অসম্পূর্ণ ব্যাংকের নথিপত্র ঠিক থাকা, এই বিষয়টা অনেক যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রেও এই প্রকল্পের মাধ্যমে নাম বাদ যাচ্ছে না শুধু তার স্ট্যাটাসকে স্থগিত করে দিচ্ছেন। যেমন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তার সক্রিয় নয় নিষ্ক্রিয় থাকার কারণে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সে বলে রাজ্য সরকার দ্বারা আপনার নামটি কে পরবর্তীতে হয়ত বা বাদও দিয়ে দিতে পারে বলে আপনি সরাসরি আপনার স্ট্যাটাস টি দেখে নেবেন। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনি পরবর্তী মাসে যে সুবিধা তা পাবেন কিনা।
Lakshmir Bhandar New News:
লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো টাকা নিলে কী হবে?
রাজ্য সরকারের নির্দেশ অনুসারে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে সেই সমস্ত উপভোক্তায় পাই। তাই যদি আপনি একজন যোগ্য বক্তা হয়ে থাকেন তাহলে সমস্ত যাচাই করেন করবার পরেই আপনি এ প্রকল্পের মাধ্যমে সুবিধা নিয়েছেন সেটা ঠিক আছে ।
আর যদি কোন অযোগ্য উপভোক্তা তাই প্রকল্পের মাধ্যমে সুবিধে নিচ্ছেন ভুয়ো কোন কাজ করে। সে ক্ষেত্রে রাজ্য সরকার নাম কাটা সদস্যদের আগামীতে টাকাগুলো আসবে তাও বন্ধ করে দেবে এবং পেছনে যে সমস্ত টাকা পেয়েছে তাও কিন্তু ফেরত নিতেও পারে। এর সাথে সাথে একটি আইনি পদক্ষেপও গ্রহণ করতে পারেন রাজ্য সরকার।
Lokkhir Bhandar:
তাই সঠিকভাবে এই প্রকল্পের সুবিধা নিন তাহলে প্রত্যেকবার আপনাকে কোন সুবিধা থেকে বঞ্চিত কেউ করতে পারবে না। এবং আপনি প্রকল্পের মাধ্যমে সক্রিয় উপভোক্তা কিনা তা চেক করতে সরাসরি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
WEBSITE | CLICK HERE |
Lakshmir Bhandar Big News:
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।