Lakshmir Bhandar Bad News: লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু হলো!

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু হলো
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lakshmir Bhandar New Update

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মহিলাদের আর্থিক সাহায্য রূপে দেয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প পরিচালিত করা হয়। যে প্রকল্পের আওতায় রাজ্যের যে সমস্ত যোগ্য মহিলারা আবেদন করবেন এই প্রকল্পে, তাদের প্রতি মাসে ভাতা হিসেবে  টাকা দেওয়া হয়।

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কোন মহিলাদের কত টাকা আর্থিক সাহায্যে করেন রাজ্য সরকার?

  • General/সাধারণ=১০০০/- টাকা প্রতিমাসে।
  • OBC/অন্যান্য অনগ্রসর শ্রেণী=১০০০/- টাকা প্রতিমাসে।
  • SC/তফসিলি জাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
  • ST/তফসিলি উপজাতি=১২০০/- টাকা প্রতিমাসে।

আরও পড়ুন:Bangla Awas Yojana List 2024: বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? Bangla Awas Yojana List Download 2024

লক্ষীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম কেন বাদ পড়ছে? কোন সমস্ত উপভোক্তারা টাকা পাবেন না?

পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য দুঃসংবাদ!

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিছু মহিলাদের নাম কাটা ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জেলায় এই নাম কাটা হচ্ছে। এবং আগামীতেও রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক ব্লকে কিন্তু এই নিয়ে নাম কাটা শুরু হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি জানেন আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কেটেছে কিনা? যদি কেটে থাকে কীভাবে বুঝবেন এবং কাটার পর নতুনভাবে আবেদন করার কি পদ্ধতি রয়েছে এবং কেনই নাম কাটা হচ্ছে?

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Bangla Awas Yojana New List

Lakshmir Bhandar new news today:

লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ যাওয়ার কারণ :-

১) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেকে তপশিলি জাতি বা উপজাতি হিসেবে দাবি করেছিলেন। পরবর্তীতে রাজ্য সরকার তাদের যেই শংসাপত্র দিয়েছিল তা ভুও বলে পরিচিত হয়। তারপর রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সেই নাম গুলো বাদ পড়ে যায় লক্ষীর ভাণ্ডার প্রকল্প থেকে।

২) লক্ষীর ভাণ্ডার প্রকল্পে অনেক সময় এমনও দেখা গেছে একজন মহিলার দুই অ্যাকাউন্ট এবং দুই অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দুই রকম ভাবেই নিচ্ছেন। এই সমস্ত উপভোক্তা কে রাজ্য সরকার চিহ্নিত করে তাদের নাম বাদ দেয়া হচ্ছে।

৩) এটা কিন্তু ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে যেমন কোন উপভোক্তার বয়স হয়নি, তবুও তিনি এই প্রকল্পে ভুল তথ্য দিয়ে আবেদন করে সুবিধা পাচ্ছিলেন। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে একজন উপভোক্তাকে আবেদন করবার জন্য তার সর্বনিম্ন বয়সসীমা হতে হবে 25 বছর কিন্তু ২৫ বছরের কম বয়সের মহিলারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে প্রকল্পের সুবিধে বরং বার পেয়ে যাচ্ছেন। রাজ্য সরকার এই সমস্ত উপভোক্তাকে চিহ্নিতকরণ করে নাম বাদ দেওয়ার কাজ চালাচ্ছেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Lakshmir Bhandar Bad News: লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু হলো! Lakshmir Bhandar New Update
Lakshmir Bhandar Bad News:

আরও পড়ুন:বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

৪) অসম্পূর্ণ ব্যাংকের নথিপত্র ঠিক থাকা, এই বিষয়টা অনেক যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রেও এই প্রকল্পের মাধ্যমে নাম বাদ যাচ্ছে না শুধু তার স্ট্যাটাসকে স্থগিত করে দিচ্ছেন। যেমন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তার সক্রিয় নয় নিষ্ক্রিয় থাকার কারণে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সে বলে রাজ্য সরকার দ্বারা আপনার নামটি কে পরবর্তীতে হয়ত বা বাদও দিয়ে দিতে পারে বলে আপনি সরাসরি আপনার স্ট্যাটাস টি দেখে নেবেন। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনি পরবর্তী মাসে যে সুবিধা তা পাবেন কিনা।

Lakshmir Bhandar New News:

লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো টাকা নিলে কী হবে?

রাজ্য সরকারের নির্দেশ অনুসারে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে সেই সমস্ত উপভোক্তায় পাই। তাই যদি আপনি একজন যোগ্য বক্তা হয়ে থাকেন তাহলে সমস্ত যাচাই করেন করবার পরেই আপনি এ প্রকল্পের মাধ্যমে সুবিধা নিয়েছেন সেটা ঠিক আছে ।

আর যদি কোন অযোগ্য উপভোক্তা তাই প্রকল্পের মাধ্যমে সুবিধে নিচ্ছেন ভুয়ো কোন কাজ করে। সে ক্ষেত্রে রাজ্য সরকার নাম কাটা সদস্যদের আগামীতে টাকাগুলো আসবে তাও বন্ধ করে দেবে এবং পেছনে যে সমস্ত টাকা পেয়েছে তাও কিন্তু ফেরত নিতেও পারে। এর সাথে সাথে একটি আইনি পদক্ষেপও গ্রহণ করতে পারেন রাজ্য সরকার।

আরও পড়ুন:Pm internship scheme. Apply PM Internship Scheme 2024 online. বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষন দিয়ে প্রতিমাসে ৫০০০ টাকা।

Lokkhir Bhandar:

তাই সঠিকভাবে এই প্রকল্পের সুবিধা নিন তাহলে প্রত্যেকবার আপনাকে কোন সুবিধা থেকে বঞ্চিত কেউ করতে পারবে না। এবং আপনি প্রকল্পের মাধ্যমে সক্রিয় উপভোক্তা কিনা তা চেক করতে সরাসরি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।

WEBSITECLICK HERE

আরও পড়ুন:Bangla Awas Yojana List 2024:- বাংলার বাড়ি প্রকল্পের নতুন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন? Bangla Awas Yojana List Download 2024

Lakshmir Bhandar Big News:

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SAIDUR RAHMAN

আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।

Leave a Comment