লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে আপনাকে প্রথমত একটা স্মার্টফোন এবং আপনার আইডি কার্ড দরকার। তাহলেই আপনি মাত্র এক মিনিটের মধ্যে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে।
লক্ষীর ভাণ্ডার প্রকল্প কি?
লক্ষীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে পরিচালিত একটি প্রকল্প। যেই প্রকল্পের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যদি কোন যোগ্য মহিলা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে আবেদন করেন, তাহলে তাকে প্রত্যেক মাসে ভাতা সিস্টেমে এই প্রকল্পের টাকা দিয়ে থাকেন রাজ্য সরকার।
প্রত্যেক মাসে ১০০০ হাজার ও ১২০০ টাকার বিনিময়ে এই প্রকল্পের মাধ্যমে মাসের শুরুর দিকে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।
লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কোন মহিলারা কত টাকা করে প্রত্যেক মাসে ঢুকে?
রাজ্য সরকার নির্দেশমতো যে সমস্ত ক্যাটেগরি মহিলারা এই প্রকল্প আবেদন করবেন এবং কত টাকা পাবেন তা নিয়ে আলোচনা করা হলো :-
Category:-
- General/সাধারণ=১০০০/- টাকা প্রতিমাসে।
- OBC/অন্যান্য অনগ্রসর শ্রেণী=১০০০/- টাকা প্রতিমাসে।
- SC/তফসিলি জাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
- ST/তফসিলি উপজাতি=১২০০/- টাকা প্রতিমাসে।
লক্ষীর ভাণ্ডার স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
Step:-1
Step:-2
২) এরপর আপনি সার্চ করুন Lakshmir Bhandar, এটা সার্চ করলে আপনার সামনে বিভিন্ন রকম দেখাবে তবে আপনি Lakshmir Bhandar এই ক্লিক করবেন।
হোয়াটস্যাপ | জয়েন করুন |
টেলিগ্রাম | জয়েন করুন |
আরও পড়ুন:-লক্ষীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে? Lakshmir Bhandar November Month payment date!
Step:-3
Step:-4
৪) তারপরে আপনি প্রবেশ করবেন লক্ষীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, এরপরেই Track Applicant Status রয়েছে, এখানে ক্লিক করুন।
Step:-5
৫) Search Using অপশন এ ক্লিক করে আপনার যেটা ইচ্ছা সেই আইডি কার্ড নম্বর সিলেক্ট করুন। এরপরে নিচে ক্যাপচার কোড দিয়ে সার্চ অপশন এ ক্লিক করবেন।
Step:-6
৬) যেমন এখানে রয়েছে এপ্লিকেশন আইডি,মোবাইল নাম্বার,আধার কার্ড,স্বাস্থ সাথী কার্ড নাম্বার। এর মধ্যে যেকোনো ১টা ক্লিক করে সঠিক তথ্য দিয়ে সার্চ করুন।
*সঠিক তথ্য হলে আপনার সামনে চলে আসবে আপনার লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস। এখানে দেখতে পাবেন যাবতীয় তথ্য কবে টাকা ঢুকেছে,স্ট্যাটাস কি রয়েছে, আবেদন করেছেন এপ্রুভড হয়েছে কিনা, সমস্ত কিছু দেখা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে।
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কি দ্বিগুণ ঢুকবে?
না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন প্রত্যেক মাসে টাকা দিয়ে আসছেন ঠিক তেমনি এই মাসেও টাকা দেবেন। তবে এর আগে যেমন লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার, সেভাবে যদি আবারো পরবর্তী মাসে টাকা দ্বিগুণ করে সেক্ষেত্রে দ্বিগুণ টাকা ঢুকবে।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।