Madhyamik Pariksha 2025: মোবাইল ধরা পড়লেই ৩বছর নিষিদ্ধ! Big Update From WBBSE - WB SCHEME NEWS

Madhyamik Pariksha 2025: মোবাইল ধরা পড়লেই ৩বছর নিষিদ্ধ! Big Update From WBBSE

Madhyamik Pariksha 2025:- মাধ্যমিক পরীক্ষা ২০২৫ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই দিন, রাত এক করে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতির দিকে এগিয়ে।

সমস্ত পরীক্ষার্থী মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেছে মাধ্যমিক পরীক্ষা বলে। শুধু পরীক্ষা নয়, এবার সব থেকে কড়া বার্তা মধ্যশিক্ষা পর্ষদের। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় মাধ্যমিক পরীক্ষার গার্ড নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। (Madhyamik Pariksha 2025)

আরও পড়ুন:Banglar Bari 2nd Installment: বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? Big News Bangla Awas Yojana!

Madhyamik Pariksha 2025:- নিরাপত্তা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি:-

সূত্রের খবর, গত ১৭ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই ব্যাপারে স্পষ্ট বার্তা জানিয়েছেন, যে পরীক্ষার হলে ঢোকার সময়েই সেই কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকা-গণ যেন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল কোনো Electronic Devices আছে কি-না তা পরীক্ষা করে দেখতে হবে।

যদি কেউ কোনও ভাবে নজর এড়িয়ে মোবাইল নিয়ে ঢুকে পড়ে তাহলে ঐ পরীক্ষার্থীকে সেই ফোন জমা দেওয়ার শেষ সুযোগ দেবে যিনি গার্ড দিচ্ছেন। কিন্তু এর পরেও কেউ যদি ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন-সহ ধরা পড়ে, তা হলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। এবং ফোনও ফেরত দেওয়া হবে না। এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।

Madhyamik Pariksha 2025
Madhyamik Pariksha 2025

Madhyamik Pariksha 2025:-

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বারবার সচেতন করা সত্ত্বেও একাধিকবার জমা পড়েছে অভিযোগ। এমনকি অভিভাবকদেরও এই বার্তা দেওয়া হয়। তবুও অনেক পরীক্ষার্থীরা সরাসরি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে যায়, যার জেরে পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো একাধিক ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের 19নম্বর কিস্তির টাকা কবে দেবে, জানালো সরকার! Big Update

তাই আবার মধ্যশিক্ষা পর্ষদ আরো বড় কড়া পদক্ষেপ নিলেন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো গিয়েছেন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থীর কাছে যদি কোন ইলেকট্রনিক ডিভাইস কিংবা মোবাইল ফোন ধরা পড়ে সেক্ষেত্রে পর পর তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে। এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Madhyamik Exam Schedule 2025:-

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র-গুলিতে নজরদারি নিয়েও নানা নির্দেশিকা প্রকাশ্যে এসেছে শিক্ষা দপ্তর থেকে। সম্প্রতি, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তিনটি জায়গায় সিসিটিভি (CCTV) বসানোটা বাধ্যতামূলক। সেই তিনটি জায়গা হল পরীক্ষা কেন্দ্রের গেটের মুখ, বারান্দা এবং সুপারভাইজারের অফিসে।

সেই সিসিটিভির ফুটেজ অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা শৌচাগারে বা পরীক্ষা কেন্দ্রের অন্য কোথাও ফোন রেখেছে কি না, তাও নজর রাখার নির্দেশ শিক্ষকদের। তবে আগের তুলনায় এবার আরো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ।

অভিভাবকদের উদ্দেশ্য সরাসরি সতর্কবার্তা পর্ষদ সভাপতির:-

বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গাফিলতি দেখা দিয়েছে অর্থাৎ পরীক্ষা চলাকালীন অনেকেরই মোবাইল ফোন ধরে ফেলা হয়েছে, এবং তাদের কল লিস্ট চেক করবার পরে দেখা গিয়েছে মর্মান্তিক চিত্র, পরীক্ষা হলে পরীক্ষার্থী ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছেন সেই মোবাইলে, এবং সেখানে স্পষ্ট করা হয় যে তিনি ভালো করে পৌঁছেছেন পরীক্ষা হলে এবং তার কাছে ফোন রয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছে বাড়ি থেকে, অত্যন্ত আশ্চর্যজনক এক ঘটনা।

আরও পড়ুন:Pm Kisan 19th Installment: কৃষকদের ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেবে? Farmers Big News

মধ্যশিক্ষা পর্ষদ এর সভাপতির বক্তব্য:-

এই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় জানান,“বহু অভিভাবকের সচেতনতার এতটাই অভাব যে মাধ্যমিক পরীক্ষার মত জীবনের প্রথম বড় পরীক্ষার ক্ষেত্রে এত বড় ভুল করছেন। তাই অভিভাবক অভিভাবিকাদের উচিত পরীক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করা।” তাই এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক বড় বড় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ।

WBBSC WEBSITECLICK HERE
CLICK HERE

আরও পড়ুন:Pm Kisan Benefit Double: পিএম কিষান প্রকল্পের টাকা বাড়াবে কেন্দ্র! Big News Farmers In 2025 Budget

Madhyamik Exam 2025:- মোবাইল ধরা পড়লেই ৩বছর নিষিদ্ধ! কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের।

Madhyamik Pariksha 2025

মাধ্যমিক পরীক্ষা ২০২৫ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই দিন, রাত এক করে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতির দিকে এগিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top