Mamata Banerjee Payment Released:- পশ্চিমবঙ্গে সুবিধা প্রদান অনুষ্ঠান। একগুচ্ছ সরকারি পরিষেবায় উপকৃত হবেন 20 হাজার, Big News! - WB SCHEME NEWS

Mamata Banerjee Payment Released:- পশ্চিমবঙ্গে সুবিধা প্রদান অনুষ্ঠান। একগুচ্ছ সরকারি পরিষেবায় উপকৃত হবেন 20 হাজার, Big News!

Mamata Banerjee Payment Released:- ২০২৫ সালের আগেই সন্দেশখালিতে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়! চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে থেকেই এই সন্দেশখালি শিরোনামে উঠেছিল। জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার এমনই মর্মান্তিক ঘটনার সাথে নাম জড়িয়ে ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে রণক্ষেত্র হয়ে উঠেছিল সন্দেশখালি, এবং সেই মর্মে সে সন্দেশখালি এসেছিল পশ্চিমবঙ্গের শিরোনামে।

মুখ্যমন্ত্রীর একাধিক পরিষেবা প্রদান অনুষ্ঠান:-

২০২৪ সালে লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে এই ইস্যুকে ঘিরে তৈরি হয়েছিল রাজনৈতিক চাপানো তোর। পরবর্তীতে দেখা যায়, তৃণমূল কংগ্রেস জয়ী লাভ হয় এই আসন থেকে। সেই মর্মে এবার মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যে আবারো সন্দেশখালি।

আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

সেই কারণেই সন্দেশখালি ঘটনায় কোন প্রভাব ফেলতে পারেনি লোকসভা নির্বাচনে। মে, মাসের লোকসভা নির্বাচনে সাড়ে তিন লক্ষের ভোটের ব্যবধানে বিজেপির নেত্রী রেখা পাত্রকে, হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস। ভোটের আগে বসিরহাট কেন্দ্রের প্রচারে এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ও ভোটে জিতলে তিনি সন্দেশখালীর মানুষের সঙ্গে দেখা করতে অবশ্যই আসবেন।

Mamata Banerjee Payment Released:-

এবার সেই কথা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী! সম্প্রতি, এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করার পর শারীরিক অসুস্থতার কারণে, জয়লাভ করার কিছু দিনের মধ্যেই এখানকার সংসদ তথা হাজী শেখ নুরুল ইসলামের মৃত্যু হয়। যার ফলে এই কেন্দ্রে খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে চলেছে উপনির্বাচন।

রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা কেন্দ্রে দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের আগেই এবার সন্দেশখালিতে রাজনৈতিক কর্মসূচি করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাধিক বিশেষজ্ঞরা মনে করছেন, এটা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Mamata Banerjee Payment Released
Mamata Banerjee Payment Released

মুখ্যমন্ত্রীর সরাসরি ঘোষণা:-

২৬ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংবাদিক বৈঠক করেছেন নবান্নের সভাঘরে। বৃহস্পতিবার নবান্ন থেকে স্পষ্ট করে বলে দেয় সংবাদমাধ্যমকে।

২০২৫ সালের আগেই শুভেচ্ছা প্রত্যেক সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন। সোমবার তথা ৩০ ডিসেম্বর ২০২৪ সালে সন্দেশখালিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

২৭শে ডিসেম্বর তথা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়ে তিনি জানিয়েছেন। ভোটের আগে অনেকেই তার কাছে জানতে চেয়েছিলেন “দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম, পরে যাব। আমি ৩০শে ডিসেম্বর সন্দেশখালি যাব”

Mamata Banerjee Payment Released:-

তারপরই রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, এই সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় ২০ হাজার মানুষের কাছে রাজ্যের নানান প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কথা তিনি নবান্ন সভাঘর থেকে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেছেন।

তিনি এটাও জানিয়েছেন, হয়ত সেই সভা মঞ্চে মোট ১০০ জনের মতো উপভোক্তাকে সরাসরি প্রদান করা হবে এবং বাকি যে সমস্ত ২০ হাজার মোট উপভোক্তা রয়েছে, তাদেরকে সরাসরি সহায়তা প্রদান না করলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের সুবিধা চলে যাবে। অর্থাৎ একাধিক প্রকল্পের টাকা পেতে চলেছেন উপভোক্তারা।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

মুখ্যমন্ত্রীর এই সফরে জেলা প্রশাসনদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি তৎপরতা। সূত্রের খবর:- শুক্রবার জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শনে যাবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

MAMATA BANERJEE OFFICIALCLICK HERE
WHATSAPP GROUPCLICK HERE
Mamata Banerjee Payment Released
Mamata Banerjee Payment Released

Mamata Banerjee Payment Released:

Mamata Banerjee Payment Released:- ২০২৫ সালের আগেই সন্দেশখালিতে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়! চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে থেকেই এই সন্দেশখালি শিরোনামে উঠেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top