প্যান কার্ড সংক্রান্ত নতুন আপডেট কেন্দ্রীয় সরকার পুরো ভারতবর্ষে নতুন নিয়ম শুরু করলেন :-
গত সোমবার অর্থাৎ ২৫ শে নভেম্বর ২০২৪ তারিখে “PAN 2.0” প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই ঘোষণার পরে সাধারণ মানুষের মুখে চলে আসছে বিভিন্ন প্রশ্ন! অনেকে ভাবছেন “PAN 2.0” আসলে কি? কীভাবে কাজ করবে? কাদের কাদের আবেদন করতে হবে নতুন কার্ডটি? পুরোনো প্যান কার্ড বাতিল না সক্রিয় থাকবে? প্যান কার্ড নম্বর কি পরিবর্তন হবে? এই নতুন প্যান কার্ড আবেদন কীভাবে করা যাবে? বিস্তারিত জানুন প্রতিবেদনে এবং শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিন :-
“PAN 2.0” নতুন প্যান কার্ড আসলে কি?
এই নতুন প্যান কার্ডের পরিকল্পনা বা প্রকল্পটিকে নামকরণ করা হয়েছে ” কমন বিজনেস আইডেন্টিফায়ার “(“Common Business Identifier”)। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ী ও শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে যেমন যারা কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স প্রদান করে থাকেন তাদের জন্য ইনকাম ট্যাক্স (Income Tax) কীভাবে দিচ্ছেন কে দিচ্ছেন পুরো রেকর্ড রাখার জন্য এই নতুন পরিকল্পনা করা হয়েছে এর মাধ্যমে থাকছে তিন রকম পরিষেবা একত্রিতভাবে
যেমন:- PAN, TIN, & TAN. “PAN 1.0” এর প্রকল্পেরই এক আপডেটেড সংস্করণ যা থেকে উপকৃত হবে পুরো ভারতবর্ষেরই মানুষ বলেই কেন্দ্রীয় সরকার এই নতুন পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীসভায়। এই প্রকল্পের মাধ্যমে আয়কর ব্যবস্থা আর উন্নত রূপ নেবে বলেই কিন্তু দাবি করছেন বিভিন্ন আধিকারিকগণ।
“PAN 2.0” প্রকল্পের উদ্দেশ্য কি কি?
ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এই প্রকল্পের মাধ্যমে তথা “PAN 2.0” এর বিভিন্ন সুবিধা নিতে পারবেন। নিম্নে আলোচনা করা হলো:-
১) ভারতবর্ষের সমস্ত কর দাতাকে উন্নত ডিজিটাল সার্ভিস দেওয়ার জন্য প্যান বা ট্যান এবং টিন সিস্টেমকে সাজানো হচ্ছে যাতে একত্রিতভাবে সমস্ত কিছুকেই পরিচালনা করতে পারে আয়কর দপ্তর।
২) PAN, TIN & TAN এই তিনটি ব্যবস্থাকে এক জায়গায় আনা হচ্ছে। প্যান কার্ড সম্পর্কিত সব পরিষেবা একই পোর্টালে পাওয়া যাবে এতে প্রত্যেকের আর সিঙ্গেল করে জানতে হবেনা এক জায়গায় সব একত্রিত ভাবে থাকবে।
৩) প্যান কার্ড পকেটে নিয়ে ঘুরতে হবে না, ফোনে ডাউনলোড করে রাখা যাবে। পেপারলেস প্রক্রিয়া সমস্ত অনুমোদনকে দ্রুত করবে।এবং এই পেপারলেস প্রক্রিয়াকে সমস্ত জায়গায় সমর্থন করা হবে।
৪) “PAN 2.0” প্রকল্পের মাধ্যমে সাইবার নিরাপত্তা প্রদান করা হবে। আয়কর দাতাদের কাজ আরো সহজ হবে।এতে সময় অনেকটা সংকীর্ণ লাগবে প্রত্যেক প্যান কার্ড ধারীদের।
বিশেষ কথা:-
এছাড়াও কেন্দ্রীয় সরকার এই “PAN 2.0” প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধা রয়েছে যেখানে আলোচনা করা হলো না কেন্দ্রীয় সরকার পরবর্তীতে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবেন আরো ভালো করে।
“PAN 2.0” প্রকল্পে নতুন কার্ডের নতুন প্যান নম্বর আসবে কি?
স্পষ্ট কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছেন :-
কোন প্রকার নতুন নাম্বার থাকবে না এই কার্ডে। কার্ডটি আপগ্রেড করতে তাতে কিউআর কোড (QR Code)বসানো হবে নতুন করে। এই কিউআর কোডের (QR Code) মাধ্যমে সহজেই প্যান কার্ড ব্যবহারকারীদের বা প্যান কার্ড ধারীদের তথ্য স্ক্যান (scan)করে যাচাই করে দেখতে পারবেন আয়কর বিভাগ (Income Tax Department)।
এতে আরো খুব দ্রুততার সঙ্গে প্যান কার্ডের যাবতীয় তথ্য জানতে পারবেন কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় আয়কর বিভাগ (Income Tax Department)। এবং আবারও বলে দিই আপনাদের এই নতুন প্রকল্পের নাম লেখানোর জন্য নতুন প্যান কার্ড তৈরি হবে না জাস্ট আপনাদের প্যান কার্ড আপডেট হবে।”PAN 1.0″ = “PAN 2.0″।
“PAN 2.0” প্রকল্পে আবেদনের জন্য কত খরচ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে?
প্রথমেই বলে রাখি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রিসভায় এই এই নিয়ে স্পষ্ট বলে দিয়েছেন এই প্রকল্পে আবেদন করতে কোন রকম টাকা ব্যয় করতে হবে না কার্ডধারীদের। সম্পন্ন বিনামূল্যে আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকার এই জন্য ১৪৩৫ কোটি (1435 crores) টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে।
“PAN 2.0” প্রকল্পে কোথায় আবেদন করবেন?
এই সংক্রান্ত আপডেট অলরেডি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকগণ অনলাইনে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (Income Tax Department official website) গিয়ে আবেদন করতে পারবেন প্যান কার্ড ধারিরা। কিন্তু এখনো এই প্রকল্পে
অর্থাৎ “PAN 2.0” আবেদন প্রক্রিয়া শুরু হয়নি যখন শুরু হবে তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (Income Tax Department official website) ।
ওয়েবসাইট এর লিংক:- এখানে ক্লিক করুন।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।