Pm Kisan Benefit Double Good News:- অর্থ মন্ত্রক সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে পিএম কিষানের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদি সরকারের অন্দরমহলে নতুন করে পরিকল্পনা চলছে। বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে।
সূত্রের খবর,কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম-কিসান) প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে এই প্রকল্পে বছরে ৬,০০০ টাকা তিন কিস্তিতে কৃষকদের প্রদান করা হয়। তবে সূত্রের দাবি, এই অর্থের পরিমাণ বাড়িয়ে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
Table of Contents
Pm Kisan Meeting:-
এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানার জন্য।
অর্থ মন্ত্রকের এক নেতা বলেন, এখন দেশে প্রায় ১০ কোটি কৃষক পিএম কিষান প্রকল্পে অন্তর্ভুক্ত। গত কয়েক বছর ধরেই এই প্রকল্পের বাজেটে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে। অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে দেখা যাচ্ছে এই বরাদ্দের পরিমাণ প্রায় ১ লক্ষ ২০হাজার কোটি টাকায় চলে যাবে। তবে কৃষি বাজেট ও বাড়াতে হবে।
Pm Kisan Benefit Double:- গ্রামীণ অর্থনীতির উন্নতি:
এই অর্থ বাড়ানো হলে কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি:
অতিরিক্ত আর্থিক সহায়তা পেলে কৃষকরা উন্নত বীজ, সার এবং প্রযুক্তি ব্যবহারে উৎসাহী হবে, যা কৃষি উৎপাদন বাড়াবে।
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
কৃষকদের জীবনের মানোন্নয়ন:
কৃষি ছাড়াও পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা মেটানোর ক্ষেত্রে আর্থিক চাপ কমবে।
Pm Kisan Benefit Double News 2025:-
ওই সময় সংঘ পরিবারের ভারতীয় কিষান সংঘের নেতা বদ্রি নারায়ণ চৌধুরি অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন, গত ছয় বছর পিএম কিষান প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি হয়নি।
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম-কিসান) প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পটি ভারতের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমানে, দেশের ১৪ কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
বিশেষ বার্তা:- Pm Kisan Benefit Double
যদিও এখনও অর্থ বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে সরকার এর সম্ভাব্যতা এবং প্রভাব নিয়ে গভীরভাবে আলোচনা চালাচ্ছে। কৃষকদের কল্যাণে এটি বড় এক পদক্ষেপ হতে পারে।
PM KISAN SAMMAN NIDHI | CLICK HERE |
AGRICULTURE INDIA | CLICK HERE |
suggested keywords:-
- Pm Kisan Benefit Double
- pm kisan yojana
Pm Kisan Samman Nidhi Benefit Double News
অর্থ মন্ত্রক সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে পিএম কিষানের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদি সরকারের অন্দরমহলে নতুন করে পরিকল্পনা চলছে। বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।