Pm kisan registration status cheak online. Pm kisan beneficiary Status cheak

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পিএম কিষণ প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের কৃষকদের আর্থিক সাহায্য করবার একটি প্রকল্প, এতে যোগ্য কৃষকরা শুধুমাত্র আবেদন করে ৬০০০ টাকা প্রতি বছরে পেয়ে থাকেন। এই প্রকল্পে আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, খুবই সহজে আবেদন করা যায় কিন্তু ০১-০২-২০১৯ সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করতে পারছেন না কৃষকরা এটাই সমস্যা। তবে কবে থেকে শুরু হবে এই প্রকল্পের ০১-০২-২০১৯ সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন সেই ব্যাপারে কোনরকম আপডেট জানায়নি কেন্দ্রীয় কৃষি দপ্তর।

সর্বমোট কথা বিএম কিশন প্রকল্প একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প যাতে কৃষকদের আর্থিক সাহায্য করা হয় এবং এই প্রকল্পের শুধুমাত্র আবেদন করলেই প্রতি মাস অন্তর কিস্তির মাধ্যমে ২০০০ টাকা করে দিয়ে থাকেন For Example :- 4×₹2,000=₹6,000

Pm Kisan Samman Nidhi প্রকল্পে আবেদন করবার আর নতুন করে কিছু বলার নেই আপনারা সকলে জানেন এই প্রকল্পে আবেদন কোথায় করা হয়। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের প্রত্যেক প্রকল্পে অনলাইনে আবেদন প্রক্রিয়ার সুবিধা রয়েছে ঠিক তেমনি Pm Kisan Samman Nidhi প্রকল্পের মাধ্যমেও আবেদনের সুবিধা রয়েছে অনলাইনে। কেন্দ্রীয় কৃষি দপ্তরের মতে আবেদন সম্পন্ন করার কিছু দিনের মধ্যেই আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। এই প্রকল্পে মোট তিনটি ভেরিফিকেশন করানো হয়।

  • 1) Block Level Verification
  • 2) District Level verification
  • 3) State level verification

তিনটি ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে এই প্রকল্পের সুবিধে তার পরবর্তী থেকে পেতে শুরু করবেন। কিন্তু এই প্রকল্পের টাকা পেতে অনেক শর্ত আপনাকে পালন করতে হবে সেই শর্তগুলো আপনি যদি না পালন করে থাকেন সেক্ষেত্রে কি টাকা পাবেন না।

শর্ত সমূহ :-

Scheme Exclusion:-

The following categories of beneificiaries of higher economic status shall not be elligible for benefit under the scheme.(উচ্চতর অর্থনৈতিক অবস্থার সুবিধাভোগীদের নিম্নলিখিত বিভাগগুলি এই প্রকল্পের অধীনে সুবিধার জন্য যোগ্য হবে না।)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
  1. All Institutional Land holders.(সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক।)
  2. Farmer families which belong to one or more of the following categories.(নিম্নলিখিত এক বা একাধিক শ্রেণীভুক্ত কৃষক পরিবার)
  1. Former and present holders of constitutional posts(সাংবিধানিক পদের সাবেক ও বর্তমান ধারক)
  2. Former and present Ministers/ State Ministers and former/present Members of LokSabha/ RajyaSabha/ State Legislative Assemblies/ State Legislative Councils,former and present Mayors of Municipal Corporations, former and present Chairpersons of District Panchayats.(প্রাক্তন ও বর্তমান মন্ত্রী/রাজ্য মন্ত্রী এবং লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভা/রাজ্য বিধান পরিষদের প্রাক্তন/বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরা।)
  3. All serving or retired officers and employees of Central/ State Government Ministries /Offices/Departments and its field units Central or State PSEs and Attached offices /Autonomous Institutions under Government as well as regular employees of the Local Bodies.(Excluding Multi Tasking Staff /Class IV/Group D employees)
    (কেন্দ্রীয়/রাজ্য সরকারের মন্ত্রনালয়/অফিস/বিভাগ এবং এর ফিল্ড ইউনিটের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা কেন্দ্রীয় বা রাজ্য PSE এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারী.(মাল্টি টাস্কিং স্টাফ/চতুর্থ শ্রেণি/গ্রুপ ডি কর্মচারী ব্যতীত))
  4. All superannuated/retired pensioners whose monthly pension is Rs.10,000/-or more
    (Excluding Multi Tasking Staff / Class IV/Group D employees) of above category
    .(সকল অবসরপ্রাপ্ত/অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন 10,000/- বা তার বেশি (মাল্টি টাস্কিং স্টাফ / ক্লাস IV/গ্রুপ ডি কর্মচারী ব্যতীত) উপরের বিভাগের)
  5. All Persons who paid Income Tax in last assessment year.(সকল ব্যক্তি যারা গত মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছেন)
  6. Professionals like Doctors, Engineers, Lawyers, Chartered Accountants, and Architects registered with Professional bodies and carrying out profession by undertaking practices.(ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতিদের মতো পেশাদাররা পেশাদার সংস্থার সাথে নিবন্ধিত এবং অনুশীলনের মাধ্যমে পেশা পরিচালনা করে।)

PM Kisan Samman Nidhi প্রকল্পের মাধ্যমে আবেদনের অবস্থা কিংবা স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে কয়েক মিনিট সময় দিতে হবে আপনার মোবাইল ফোন থেকেই আপনি চেক করতে পারবেন এই প্রকল্পে স্ট্যাটাস। চলন তাহলে আজকের এই প্রতিবেদন এর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিই আপনারা এই প্রকল্পে কিভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন।

CHEAK PM KISAN SELF REGISTATION STATUS STEP:-

1) প্রথমে আপনাকে Pm Kisan Samman Nidhi অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।(Pmkisan.gov.in)

2) তারপরেই আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম Option’s আছে, আপনার সামনে চলে এসেছে এর মধ্যে নিচের দিকে আপনি লক্ষ্য করতে পারবেন। Farmer corner:-

3) Farmer corner অপশন থেকে আপনাকে দেখতে হবে ৩ নাম্বার Option-টি,Status of Self Registered Farmer/ Farmer Registered Through CSC
এখানে ক্লিক করবেন।

4) তারপরে আপনার সঙ্গে আধার নাম্বার চাইবে সেই আধার নাম্বারটি দিয়ে দেবেন যেটা দিয়ে আপনি আবেদন করেছেন, তার পাশেই যে ক্যাপচা কোড রয়েছে সেটা ফিল করবেন। দিয়ে Get Data Option এ ক্লিক করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

5) তারপরেই আপনি দেখতে পাবেন আপনার সামনে চলে আসবে এই স্ট্যাটাস যেখানে আপনি আপনার সমস্ত তথ্য অর্থাৎ নিজের পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, সবশেষে যেমন দেখতে পাবেন আপনার অবস্থা কোথায় ফর্মটি বর্তমানে রয়েছে।

যদি দেখায় ব্লক লেবেলে পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ের কাছে ফর্মটি রয়ে গেছে। যদি ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং সেক্ষেত্রে জেলায় স্তরে আপনার ফরমটি রয়েছে। ও সর্বশেষ যে স্থানটি হচ্ছে স্টেট লেবেল মানে রাজ্যের কাছে আপনার ফর্মটি জমা পড়ে রয়েছে ।

তো বুঝতে পারছেন মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনারা এই প্রকল্পে অর্থাৎ Pm Kisan Samman Nidhi প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন বা আপনার অবস্থা দেখতে পারবেন বর্তমানে কি রয়েছে।

তবে মাথায় রাখবেন শুধুমাত্র এই অবস্থাটি যেটি চেক করে আপনাদেরকে জানালাম সেটি শুধুমাত্র নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য। এবং যাদের অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে তাদের জন্য Know your status রয়েছে। সেটা স্টেটাস আপনাকে চেক করার পদ্ধতি একটি অন্যরকম সেটা আপনি নিজেও পারবেন এবং পরবর্তীতে আপনাদের প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সেটা শুধুমাত্র যাদের রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেছে অর্থাৎ সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment