Pm kisan samman nidhi
পিএম কিষান প্রকল্প কি?
কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে এই পিএম কিষান প্রকল্প। রাজ্য কিংবা কেন্দ্রীয় একাধিক প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন কৃষকরা। কেন্দ্র সরকার চায় কৃষকদেরকে আরো স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে তবে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কৃষকরা সর্বত্রই টাকা পেয়ে থাকেন।
কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা এই 2019 সালের প্রকল্প নামই হচ্ছে পিএম কিষান প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে কৃষকরা যারা যোগ্য আবেদন করবেন, তাদের প্রতি বছরে ৬০০০ টাকা সমান তিনটি কিস্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়। এবং কৃষকদের এতে এতটাই সুবিধা হয় যে তাদের চাষাবাদে এই টাকা খরচ করতে পারেন। যা দেখে কেন্দ্রীয় সরকার খুবই খুশি হয়েছে কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পেরে।
Table of Contents
সর্বমোট কথা বিএম কিশন প্রকল্প একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প যাতে কৃষকদের আর্থিক সাহায্য করা হয় এবং এই প্রকল্পের শুধুমাত্র আবেদন করলেই প্রতি ৪ মাস অন্তর ৩ কিস্তির মাধ্যমে ২০০০ টাকা করে দিয়ে থাকেন For Example :- 4×₹2,000=₹6,000
বর্তমানে উপভোক্তা সংখ্যা 10 কোটিরও বেশি হয়ে গেছে তবে সকলেই টাকা পাচ্ছেন না বিভিন্ন কারণে। যেমন:- কেউ অযোগ্য, কেউ ব্যাংকের সমস্যা, কেউ কেওয়াইসি করেননি, কারো আবার জমির মালিকানাধীন নথিপত্র নেই। ইত্যাদি ক্ষেত্রেই অনেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তবে আমরা ধরি এই প্রকল্পের মাধ্যমে প্রায় নথিভুক্তর সংখ্যা ১০ কোটি।
Pm kisan samman nidhi
পিএম কিষান প্রকল্পে কত টাকা দেওয়া হয়?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী পিএম কিষান প্রকল্পের মাধ্যমে ৬০০০ টাকায় দেওয়া হয় বছরে। তবে শুধুমাত্র কৃষক মাথাপিছু এই টাকা পাইনা, একটা কৃষি পরিবারকে ৬০০০ টাকা বাৎসরিক আর্থিক সাহায্য করা হয় যেটা তিনটি কিস্তির মাধ্যমে সমান্তরাল কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০/- করে টাকা ৩বারে ঢুকে যাই।
ternship Scheme 2024 online. বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষন দিয়ে প্রতিমাসে ৫০০০ টাকা।
পিএম কিষান প্রকল্পে ১৯নং কিস্তির টাকা কবে দেবে?
কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার আগে ফাইনাল ডেট জানিয়ে দেয় কৃষকদের যেটা কৃষি দপ্তরের তরফ থেকে আপডেট করা হয় পিএম কিষান থেকে শুরু করে অন্যান্য ওয়েবসাইটে। তবে আপনাদের ১৯নং কিস্তির টাকা কবে ব্যাংকে পাবেন বিস্তারিত ভাবে জানাবো।
কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার কিছু নিয়ম রেখেছে এই প্রকল্পে। যেটা আপনার লক্ষ্য করতে পারবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। (Pm kisan samman nidhi)
Pm kisan 19th installment Date!
ওয়েব সাইটে এসে নিচের দিকে আপনি দেখতে পাবেন পিরিয়ড ওয়াইস পেমেন্ট(Period Wise Payments) এখানে মূলত দেখা যায় পিএম কিষান প্রকল্পের মাধ্যমে কবে টাকা ঢুকে থাকে।
আমরা ১৯ নম্বর কিস্তির টাকা কবে পাবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 19th installment (December -March) মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমরা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পিএম কিষান প্রকল্পের ১৯নং কিস্তির টাকা পাবো।
1ST:- DECEMBER TO MARCH
2ND:-APRIL TO JULY
3RD:-AUGUST TO SEPTEMBER
PM KISAN SAMMAN NIDHI | CLICK HERE |
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।