বিষয়:-কৃষকদের সবথেকে জনপ্রিয় প্রকল্প পিএম কিষান প্রকল্প। কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ১০ কোটিরও বেশি কৃষকরা সুবিধে পাচ্ছেন। ৫ই অক্টোবর তারিখে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে ১৮ নম্বর কিস্তির টাকা হস্তান্তর করেন কৃষকদের ব্যাঙ্কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টাকা আপনার একাউন্টে পাঠিয়েছে তবে আপনি টাকা পেয়েছেন কিনা সেটা কিভাবে বুঝবেন?
কিছু নির্দেশিকা:-
প্রথমত কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে টাকা পাওয়া নিয়ে অনেক শর্ত আপনাকে মানতে হবে অর্থাৎ এই প্রকল্পের টাকা আপনি পেতে হলে আপনাকে অনেক কিছুই শর্ত পালন করতে হবে। সেগুলো যদি আপনি এড়িয়ে চলেন সে ক্ষেত্রে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা আপনি পাবেন না। তাই কেন্দ্রীয় সরকার যে সমস্ত শর্ত ও নিয়মাবলী রেখেছে সেগুলোকে আপনাকে অবশ্যই পালন করে চলতে হবে। চলুন তাহলে দেখে নেয়া যাক পিএম কিষান প্রকল্পের মাধ্যমে, আপনি ১৮ নম্বর কিস্তির টাকা পেয়েছেন কিনা কিভাবে জানবেন?
টাকা ঢুকেছে কিনা চেক করার পদ্ধতি।
- প্রথমত আপনি চলে আসুন পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার জন্য আপনাদের সুবিধার্থে লিংক দিয়ে রাখবো কিংবা আপনারা সরাসরি Google -এ এসে সার্চ দেবেন (Pm kisan Samman nidhi ):- https://pmkisan.gov.in/
•তারপরেই আপনার সামনে চলে আসবে প্রথম একটি ওয়েবসাইটের লিংক। এখানে ক্লিক করলে আপনি চলে আসবেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে।
•নিচের দিকে আসলেই আপনি পেয়ে যাবেন ফার্মার কর্নার (Farmer’s Corner ) পঞ্চম নাম্বারে দেখতে পাবেন KYS বা ( know your status ) এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরেই চলে আসবে আপনার সামনে এক নতুন পেজ।
•মূলত এখানে কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারছেন যেগুলো আপনারা আগে থেকেই অনেকে জানেন। স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদের রেজিস্ট্রেশন(Registration )নাম্বার বাধ্যতামূলক। তবে যারা রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছেন তাদের জন্য কোন চিন্তা নেই। এখান থেকেই আপনারা বের করতে পারবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার তবে তার জন্য আপনাদের আধার কার্ডের ওটিপির দরকার হবে।
কিংবা আপনারা সরাসরি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েও দেখতে পাবেন। এবার যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার টা লিখুন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে পাশের ঘরে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা আপনি বসিয়ে দিন। সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনি এবার গেট ডাটা অপশনটিতে ক্লিক করুন।
•তারপর দেখবেন আপনার রেজিস্টার নাম্বারে ওটিপি চলে এসেছে। এবার ওটিপি দিয়ে আপনি গেট ডাটা অপশনে ক্লিক করুন। তারপরেই দেখতে পাবেন আপনি আপনার স্ট্যাটাস, স্ট্যাটাসে মূলত আপনার প্রথমে নিজের তথ্য, তারপরেই পাবেন যোগ্যতার মানদণ্ড,এবং সর্বশেষে থাকবে – সর্বশেষ কিস্তির বিবরণ (Latest installment details) সর্বশেষ কিস্তির বিবরণেই আপনি দেখতে পাবেন পরবর্তী কিস্তির টাকা আপনি পেয়েছেন কিনা যেমন ১৮নং কিস্তির টাকা দেখুন আমাদের ব্যাংক একাউন্টে চলে এসেছে। এইভাবে অনলাইন স্ট্যাটাস চেক করেও আপনি দেখতে পাবেন এই প্রকল্পে আপনার টাকা ব্যাংক একাউন্টে আসলো কিনা।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।