Pm New Scheme Launch (Bima Sakhi Yojana) মহিলারা প্রতি মাসে পাবেন ৭০০০ টাকা।

মহিলারা প্রতি মাসে পাবেন ৭০০০ টাকা। Central Government New Scheme
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প:

রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার নতুন নতুন প্রকল্প শুরু করছে উভয়ই। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যতটা সুবিধা নারীরা পায়নি তার চেয়ে বেশি পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে বেশি সুবিধা পেয়েছে পশ্চিমবঙ্গের মহিলারা। কারণ প্রত্যেক মাসে ভাতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সাহায্যরূপে কিংবা ভাতা হিসাবে:- ১০০০ ও ১২০০ টাকা দিয়ে আসছেন।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

ঠিক সেই জন্যই নারীর গুরুত্বকে আরো বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন এক প্রকল্প সূচনা করা হলো। বিগত, ৯ই ডিসেম্বর, সোমবার দিন হরিয়ানার পানিপথে ‘বিকাশ ভারত’ অনুষ্ঠানে এই প্রকল্পের শুভ সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রকল্পের নাম দিয়েছেন ‘বীমা সখী যোজনা’

Central Government Scheme:

তবে এই প্রকল্পের মাধ্যমে যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে শুধু ঘরে বসে থাকলে বিনামূল্যে অর্থ প্রদান করা যাবে না। কেন্দ্র সরকার নারীর ক্ষমতাকে আরো ভালো বা দৃঢ় করাতে তাদেরকে যুক্ত হতে হবে LIC (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) তে।

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

LIC একজন এজেন্ট হতে হবে মূলত এটা গ্রামের যে সমস্ত মহিলারা রয়েছে তাদেরকে সুবিধা দিয়ে আসছেন কেন্দ্রীয় সরকার। তাই প্রত্যন্ত গ্রামের মহিলাদের আরো ভালো করে তুলতে এই উদ্যোগ।

Image courtesy:- PM NARENDRA MODI YOUTUBE CHANNEL

Pm New Scheme Launch (Bima Sakhi Yojana) মহিলারা প্রতি মাসে পাবেন ৭০০০ টাকা। Central Government New Scheme
Pm New Scheme Launch (Bima Sakhi Yojana) মহিলারা প্রতি মাসে পাবেন ৭০০০ টাকা। Central Government New Scheme

কারা কারা এই সুবিধা নিতে পারবেন?

শুধু গ্রামাঞ্চলের মহিলারা এই কাজ করতে পারবেন তার উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার বলতে চাইছেন যে গ্রামাঞ্চলে কৃষি চাষাবাদ এই সমস্ত ছাড়া কোন চাকরি বা অন্য কিছুই নেই তাই জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই কাজ নিয়ে আসছেন যাতে গ্রামের মহিলারা আরো ভালোভাবে উঠতে পারে।

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

CENTRAN GOVT SCHEME DETAILS:

কেন্দ্রীয় সরকার জানিয়েছেন:- LIC Agent হওয়ার প্রথম বছরে প্রতিটি মহিলাকে দেওয়া হবে:- ৭০০০ হাজার টাকা করে। তারপরে দ্বিতীয় বছরে এই মাসিক টাকা কমে ৬০০০ হাজার টাকা হবে। তারপরে আবার, তৃতীয় বছরে এই মাইনে ৫০০০ হাজার টাকা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কেউ এখানেই বিভ্রান্ত হবেন না নতুন কিছু আছে:- LIC -তে যেহেতু target বা লক্ষ্যমাত্রা দেওয়া হয় তাই প্রতিটি Agent’s কে সেরকম লক্ষ্যমাত্রা মহিলাদেরকেও দেওয়া হবে এবং সেই লক্ষ্যমাত্রা পূরণ করার ফলে প্রতি মাসে ২১০০০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন একজন মহিলা।

কিছু নির্দেশিকা:-

আবেদনকারীর বয়সসীমা:-

১)সর্বনিম্ন ১৮ বছর থেকে ৫০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পে নাম লেখাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার মানদন্ড হল মাধ্যমিক পাশ।

২)প্রকল্প শুরু হওয়ার প্রথম দফাতে 35 হাজার মহিলাকে যুক্ত করা হবে Agent হিসেবে। এবং পরে আরো 50 হাজার মহিলাকে যুক্ত করা হবে বলেই ঘোষণা করা হয়েছে(Central Government)

আরও পড়ুন:Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?

৩)নারীকে সামাজিকভাবে, আর্থিকভাবে, পেশাগত ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে, নারীকে কর্মদক্ষ করে তোলার লক্ষ্যে কেন্দ্রের নতুন প্রকল্প চালু হয়েছে। যদিও এটি এখন ভারতের হরিয়ানাতেই শুরু হয়েছে তবে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে হবে বলে আশা করা যায়।

OFFICIAL WEBSITECLICK HERE
OFFICIAL ANNOUNCEMENT BY PMCLICK HERE

LIC IN INDIA NEW JOB. মহিলারা প্রতি মাসে পাবেন ৭০০০ টাকা। Central Government New Scheme

মহিলারা প্রতি মাসে পাবেন ৭০০০ টাকা। Central Government New Scheme. রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার নতুন নতুন প্রকল্প শুরু করছে উভয়ই। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যতটা সুবিধা নারীরা পায়নি তার চেয়ে বেশি পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে বেশি সুবিধা পেয়েছে পশ্চিমবঙ্গের মহিলারা। কারণ প্রত্যেক মাসে ভাতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সাহায্যরূপে কিংবা ভাতা হিসাবে:- ১০০০ ও ১২০০ টাকা দিয়ে আসছেন।
ঠিক সেই জন্যই নারীর গুরুত্বকে আরো বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন এক প্রকল্প সূচনা করা হলো। বিগত, ৯ই ডিসেম্বর, সোমবার দিন হরিয়ানার পানিপথে ‘বিকাশ ভারত’ অনুষ্ঠানে এই প্রকল্পের শুভ সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রকল্পের নাম দিয়েছেন ‘বীমা সখী যোজনা’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SAIDUR RAHMAN

আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।

Leave a Comment