Railway Recruitment 2025: ৩২,৪৩৮টি শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, Big Job Opportunities! - WB SCHEME NEWS

Railway Recruitment 2025: ৩২,৪৩৮টি শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, Big Job Opportunities!

Railway Recruitment 2025, Group-D:- ভারতীয় রেলে গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া। আবেদন কবে থেকে শুরু? কোথায় আবেদন করবেন? কোন কোন পদে আবেদন কড়া যাবে? বেতন কাঠামো কত? ইত্যাদি জানুন প্রতিবেদনে।

Railway Recruitment Board বা (RRB) গ্রুপ-ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যা চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

ভারতবর্ষের চাকরিপ্রার্থীরা এতদিন নিয়োগের জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে আসছিলেন অবশেষে আপনাদের জন্য রয়েছে সুখবর। চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে। মোট নিয়োগ করা হবে ৩২,৪৩৮টি শুন্যপদে।

আরও পড়ুন:Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন

Railway Recruitment 2025:-

বিভিন্ন পদের নাম ও শূন্যপদের সংখ্যা:-

Railway Level 1

  • 1. পয়েন্টসম্যান-বি: ৫,০৫৮টি,——————————(Pointsman-B)
  • 2. অ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন): ৭৯৯টি,——————–(Assistant Track Machine)
  • 3. অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ): ৩০১টি, ——————————(Assistant Bridge)
  • 4. ট্র্যাক মেইনটেনার গ্রেড-IV: ১৩,১৮৭টি,——————(Track Maintainer Grade-IV)
  • 5. অ্যাসিস্ট্যান্ট (সি অ্যান্ড ডব্লিউ): ২,৫৮৭টি,————–(Assistant (Cargo & Wagon)
  • 6. অ্যাসিস্ট্যান্ট (টি আর ডি): ১,৩৮১টি,—————-(Assistant Traction distribution)
  • 7. অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ডিজেল): ৪২০টি,———-(Assistant Loco Shed Diesel)
  • 8. অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিক): ৯৫০টি,—–(Assistant Loco Shed Electric)
  • 9. অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসি: ১,০৪১টি,—————-(Assistant TL and AC)
  • 10. অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ): ৩,০৭৭টি,——————(Assistant Workshop)

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:-

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে জানানো হচ্ছে, এই পদের জন্য আবেদন করতে চাকরি প্রার্থীদের সর্বনিম্ন মাধ্যমিক পাস হতে হবে। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকা প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে। এর পাশাপাশি, চাকরিপ্রার্থী যদি আইটিআই (ITI) কোর্স সম্পন্ন করে থাকেন, তবে এটা বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে।

আরও পড়ুন:Wb Land department Recruitment: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে নিয়োগ, আবেদন করুন চাকরির জন্য।

আবেদনের বয়সসীমা:-

চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সের সীমা
৩৬ বছরের মধ্যেই আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণি চাকরিপ্রার্থীদের সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন চাকরি প্রার্থীরা।

চাকরির বেতন কাঠামো:-

এই পথ গলির অধীনে চাকরি প্রার্থীরা 7th CPC বা 7th Central Pay Commission অনুযায়ী মাসিক বেতন পাবেন। Railway Level:-1 অনুযায়ী প্রাথমিক বেতন হবে প্রতি মাসে সর্বোচ্চ ১৮০০০/- টাকা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অন্যান্য সুবিধা ও দেওয়া হবে এই চাকরি প্রার্থীদের।

Railway Recruitment 2025 আবেদন পদ্ধতি:-

কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ চাকরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঠিক এই চাকরির জন্য তার বিকল্প নয়।

চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং এই প্রক্রিয়াটি অনলাইনে সম্পূর্ণ করা হবে।

  • আবেদন শুরু হবে:- ২৩শে জানুয়ারি ২০২৫ থেকে।
  • আবেদনের শেষ তারিখ:- ২২শে ফেব্রুয়ারী, ২০২৫-এ

প্রত্যেক চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পোর্টাল তথা RRB (Railway Recruitment Control Board
) –
এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া:-

এই পদে নিয়োগ করা হবে ৩টি পর্যায়ে, নিম্নে আলোচনা করা হলো:-

১) লিখিত পরীক্ষা:-

বিশেষ ঘোষণা:- কম্পিউটার এর মাধ্যমে টেস্ট পরীক্ষা বা CBT (Computer-based test)

২) শারীরিক যোগ্যতা পরীক্ষা:-

বিশেষ ঘোষণা:- (PET) Physical Efficiency Test করা হবে

৩) প্রার্থীদের নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন:West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন

Railway Recruitment 2025
Railway Recruitment 2025

চাকরি সংক্রান্ত কিছু তথ্য:-

এই চাকরির জন্য চাকরি প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞপ্তি ও পরীক্ষার সিলেবাস সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা RRB– এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন এবং সেখানে প্রকাশিত করা হবে। তাই যাদের এই চাকরির প্রতি ইচ্ছা রয়েছে সে সমস্ত চাকরি প্রার্থীরা সেই বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে, তাই সমাজের একটা বড় অংশ তথা যুব সমাজের একটি বড় সুযোগ হতে চলেছে এই চাকরি। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, নিয়োগ প্রক্রিয়া টি প্রতিটি পর্যায়ে ভালোভাবে ফলাফলের জন্য মনোযোগ দিয়ে এর প্রস্তুতি নিন। পাশাপাশি RRB- Official Website কে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগে এবং বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরবর্তী সময়গুলোতে অবশ্যই ফলো রাখবেন।

Railway Recruitment 2025 NoticeCLICK HERE
Railway Recruitment Control BoardCLICK HERE
WhatsApp GroupCLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top