Teacher’s Salary Increase:- ২০২৫ এর নয়া উদ্যোগ মমতা বন্দোপাধ্যায়ের। এই নতুন বছরেই একের পর এক বড়ো বদল আনতে চলেছে রাজ্য সরকার। তেমনিই নতুন বছরে রাজ্যের শিক্ষকদের জন্য একটি বড়ো সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বার্ষি বৃদ্ধি নিয়ে বিরাট পদক্ষেপ।
Table of Contents
আরও পড়ুন:– PSC Clerkship Job:- পিএসসি ক্লার্কশিপ আবেদন শুরু, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ. 2025 Big Job OPPortunities
Teacher’s Salary:- শিক্ষকদের বেতন বার্ষিক বৃদ্ধি হতে চলেছে। বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে!
রাজ্য সরকার 2020 সালে এক আইনের মাধ্যমে একটি প্রথা চালু করেছিল যে সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষা কর্মীদের বেতন বাড়ানো হলো। প্রায় পাঁচ বছর পরে এক বিরাট পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের অর্থ দফতর এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন।
সেখানে উল্লিখিত ভাবে জানা গিয়েছে যে এবার থেকে বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছে যাওয়ার পরেও তারা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাবেন।
আবার অর্থ দপ্তরের অনুমতি নিয়ে এই নিয়ম সম্পূর্ণ কার্যকর করার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করল।

আরও পড়ুন:–Railway Recruitment 2025: ৩২,৪৩৮টি শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, Big Job Opportunities!
Teacher’s Salary Increase
বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে সীমাবদ্ধতা :-
বিশেষত, সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মূলত বছরে ৩ বার বেতন বৃদ্ধি করা হয়। ৮,১৬,২৪ এইভাবে।
Teacher’s Salary Increase: New Update
এ ব্যাপারে শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন,রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হলেও তা
সম্পূর্ণভাবে সন্তোষজনক নয়। শিক্ষক ও শিক্ষা কর্মীদের আরো সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি করা হয়েছে।
তবে শিক্ষকদের সরকারি কর্মীদের মত সরকারি স্বাস্থ্য বীমা সহ একাধিক প্রকল্প ছিল না। ফলে দিনের পর দিন তাদের মধ্যে সুযোগ- সুবিধার ক্ষেত্রে পার্থক্য ক্রমে বাড়ছে। তাই সেদিকে ও নজর রাখার আবেদন জানানো হয়েছে একাধিক শিক্ষা মহলে।
শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদকের মত প্রকাশ :-
শিক্ষক ও শিক্ষা কর্মীদের সংগঠনগুলির একাংশের বক্তব্য ও বর্তমানে একই কাজের জন্য সরকারি শিক্ষক ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম। নতুন নিয়ম শুরু করলেও তা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্যই কার্যকর। সরকারি শিক্ষক বা শিক্ষা কর্মীদের জন্য তা নেই।
শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, সরাসরি সিদ্ধান্তকে স্বাগত জানালেও আমরা পুরোপুরি খুশি নই। সরকারি শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য বেতন সর্বোচ্চ সীমার পৌঁছানোর পর বার্ষিক বেতন বৃদ্ধির কোন সময় ধার্য করা হয়নি। যতদিন চাকরি থাকবে ততদিন পর্যন্ত বেতন বৃদ্ধি হবে কিন্তু এই ক্ষেত্রে ৬বারের বেশি হবে না বলে বলা হয়েছে।
আরও পড়ুন:–Wb BDO Office Job:- রাজ্যে এইট পাশে চাকরির সুযোগ! সম্পূর্ণ বিনামূল্যে করুন আবেদন
WEST BENGAL FINANCIAL DEPARTMENT | CLICK HERE |
WHATSAPP GROUP | CLICK HERE |
Teacher’s Salary Increase: শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ঊর্ধ্বসীমা হওয়ার পরেও বার্ষিক বেতনবৃদ্ধি
২০২৫ এর নয়া উদ্যোগ মমতা বন্দোপাধ্যায়ের। এই নতুন বছরেই একের পর এক বড়ো বদল আনতে চলেছে রাজ্য সরকার। তেমনিই নতুন বছরে রাজ্যের শিক্ষকদের জন্য একটি বড়ো সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বার্ষি বৃদ্ধি নিয়ে বিরাট পদক্ষেপ।