UPI New Rule 2025:
কোনো জায়গায় টাকা পাঠাতে হলে আগে লাইনে দাঁড়াতে হতো ব্যাংকের। কিন্তু বর্তমানে ইউপিআই (UPI) তথা Unified Payment Interface এসে সব অতীত হয়ে গেছে। কিউআর কোড (QR) স্ক্যান করেই কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পলকেই টাকা পাঠানো যায়। তবে আগামী ১লা জানুয়ারি 2025 থেকে এই ইউপিআই ব্যবহারের কিছু নিয়মে পরিবর্তন হবে। যদি আপনি একজন ইউপিআই (UPI) ব্যবহারকারী হন অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
Table of Contents
১ লা জানুয়ারি থেকে বদলাচ্ছে UPI এর নিয়ম:-
টাকা পাঠানোর মাধ্যম তথা, ইউপিআই যেভাবে ব্যবহার করতেন তেমন ভাবেই ব্যবহার হবে। কিছু নিয়ম পরিবর্তন করা হবে। UPI 123 Pay:- ব্যবহার করেন তাদের লেনদেন এর লিমিট এতদিন ছিল ৫০০০ টাকা। তবে এবার সেটাকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কর্তৃপক্ষ।
আরও পড়ুন:–Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

UPI New Rule 2025:- UPI 123 Pay কি?
অনেকেই তো জানেন ইউপিআই (UPI) এর মাধ্যমে ট্রানজেকশন করে তবে এই বিষয়টা হয়তোবা অনেকেই জানেন না, UPI 123. আর অসুবিধে নেই আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি।
এতদিন শুনেছেন ইন্টারনেট ON করে ইউপিআই (UPI) এর মাধ্যমে টাকা পাঠানো যায়।
কিন্তু কিছুদিন আগে এক নিয়ম এসেছিল ইউপিআই UPI 123, যে বিনা ইন্টারনেটে আপনি টাকা পাঠাতে পারবেন যেকোনো কাউকে। লাগবে না ইন্টারনেট পরিষেবা। শুধু মাত্র পিন দিয়েই আপনি টাকা পাঠাতে পারবেন এমন একটা নতুন ফিচার নিয়ে এসেছিল ইউপিআই (UPI) মাধ্যম। সেটাকেই আমরা UPI 123 বলি।
UPI 123 বাড়ছে ট্রানজেকশন লিমিট :-UPI New Rule 2025:
এখনো পর্যন্ত UPI 123 Pay এর মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকা পাঠানো যায়। তবে এবার Reserve Bank of India (RBI) এর নতুন নিয়ম অনুযায়ী বাড়িয়ে 10,000 করে দেওয়া হয়েছে। তবে ট্রানজেকশনের ক্ষেত্রে OTP দিতে হবে। অর্থাৎ প্রতিবার 10,000 হাজার টাকা-র পেমেন্ট করার আগে ফোনে OTP আসবে, সেটা দিলে তবেই লেনদেন সফল হবে। মূলত সুরক্ষার কথা ভেবেই এমনটা করা হয়েছে।
আরও পড়ুন:–West Bengal Group: D Recruitment 2024: চাকরির সুযোগ, এইট পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন
প্রসঙ্গত, ভারতে চালু হওয়া UPI আজ গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। টাকা লেনদেনের এমন সহজ ও SAFE পদ্ধতি দেখে বহু দেশ থেকেই প্রশংসা মিলেছে। এমনকি শ্রীলংকাতেও টাকা লেনদেনের জন্য UPI চালু করা হয়েছে।
Reserve Bank of India | CLICK HERE |
Unified Payments Interface | CLICK HERE |
UPI New Rule 2025:
১লা জানুয়ারি থেকে UPI-এ নিয়ম বদল, কি নতুন নিয়ম?কোনো জায়গায় টাকা পাঠাতে হলে আগে লাইনে দাঁড়াতে হতো ব্যাংকের। কিন্তু বর্তমানে ইউপিআই (UPI) তথা Unified Payment Interface এসে সব অতীত হয়ে গেছে।