Wb BDO Office Job:-
কোন লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ শুধু-মাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি প্রার্থীরা চাকরির সুযোগ পেয়ে যাচ্ছেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই চাকরিতে কোন প্রার্থীর আবেদন করতে পারবেন, কি যোগ্যতা রয়েছে কীভাবে আবেদন করবেন, কবে ইন্টারভিউ হবে, কোথায় যোগাযোগ করবেন বিস্তারিত ভাবে জানাবো এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত পড়ুন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন।
Table of Contents
Wb BDO Office Job:-
প্রথমত, নিয়োগটি সম্পন্ন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী একটি নিয়োগ প্রক্রিয়া। কোন লিখিত পরীক্ষা ছাড়াই শুধু-মাত্র ইন্টারভিউ দিয়েই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থী বাছাই করা হবে। থাকছে না লিখিত পরীক্ষা।
চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ কারণ অষ্টম শ্রেণি বা এইট পাশ থেকে নাটক ডিগ্রি পর্যন্ত বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের আবেদন করা যাবে।
Wb BDO Office Job:-
সম্পূর্ণ নিয়োগে ও পদের বিবরণ, নিম্নে আলোচনা করা হলো:-
১) ওয়ার্ডেন:-
আবেদনের জন্যে বয়স সীমা:- ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন কাঠামো:- এই পদে প্রতি মাসে:- ₹5,000/- টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে :- স্নাতক পাস।
অতিরিক্ত যোগ্যতা: কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২) নাইট গার্ড:-
আবেদনের জন্যে বয়স সীমা:- ন্যূনতম বয়স ১৮ বছর।
বেতন কাঠামো:- এই পদে প্রতি মাসে:- ₹3,000/- টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে :- মাধ্যমিক বা অষ্টম শ্রেণি পাশ।
অতিরিক্ত শর্ত: আবেদনকারীকে স্থানীয় বাসিন্দা হতে হবে
৩) সুইপার:-
আবেদনের জন্যে বয়স সীমা:- ন্যূনতম বয়স ১৮ বছর।
বেতন কাঠামো:- এই পদে প্রতি মাসে:- ₹1,500/- টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে :- অষ্টম শ্রেণি পাশ (যদি থাকে)
অতিরিক্ত শর্ত: আবেদনকারীকে স্থানীয় বাসিন্দা হতে হব।
Wb BDO Office Job:-
চাকরির জন্যে আবেদন পদ্ধতি:-
আবেদন মাধ্যম:- অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার সঠিক ঠিকানা:- মাটিয়ালী ব্লক কার্যালয়ে স্থাপিত নির্দিষ্ট বক্স।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:- ২৪শে ডিসেম্বর, ২০২৪, বিকেল ৫টা।
এই চাকরির জন্য আবেদনের প্রয়োজনীয় নথিপত্র :-
প্রত্যেক পদের জন্য প্রয়োজনীয় কিছু সাধারণ এবং বিশেষ নথি জমা দিতে হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরির জন্য যেভাবে আবেদন পত্র জমানো হয় ঠিক তেমনিভাবে এই প্রকল্পের মাধ্যমে কিছু নথিপত্র প্রয়োজন আপনার আবেদনের সঙ্গে, তার মধ্যে আপনার নিম্নলিখিত প্রত্যেকটি নথিপত্র ভালোভাবে যাচাই করে সেই নথিপত্রগুলি জমা দেবেন।
আরও পড়ুন:– Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।
১) ওয়ার্ডেন পদে প্রয়োজনীয় নথিপত্র:-
1) চাকরির আবেদন পত্রটির সম্পন্ন ভাবে ও সঠিকভাবে পূরণ করতে হবে।
2) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
3) আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। যেমন:- (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক)
4) আবেদনকারীর যদি কোন রকম অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন। (যদি থাকে)
5) চাকরি প্রার্থীর বয়সের শংসাপত্র দিতে হবে।
6) মূল্যবান পরিচয় পত্র তথা:- আধার কার্ড এবং ভোটার কার্ড আবশ্যিক।
২) নাইট গার্ড পদে প্রয়োজনীয় নথিপত্র:–
1) চাকরির আবেদন পত্রটির সম্পন্ন ভাবে ও সঠিকভাবে পূরণ করতে হবে।
2) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
3) মূল্যবান পরিচয় পত্র তথা:- আধার কার্ড এবং ভোটার কার্ড আবশ্যিক।
4) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (যদি থাকে)
5) চাকরি প্রার্থীর বয়সের শংসাপত্র দিতে হবে।
৩) সুইপার পদে প্রয়োজনীয় নথিপত্র:–
1) চাকরির আবেদন পত্রটির সম্পন্ন ভাবে ও সঠিকভাবে পূরণ করতে হবে।
2) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
3) মূল্যবান পরিচয় পত্র তথা:- আধার কার্ড এবং ভোটার কার্ড আবশ্যিক।
4) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (যদি থাকে)
5) চাকরি প্রার্থীর বয়সের শংসাপত্র দিতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান:-
ইন্টারভিউয়ের তারিখ: ১৩ই জানুয়ারি, 2025
সময়: সকাল ১১টা
স্থান: মাটিয়ালী সমষ্টি উন্নয়ন কার্যালয়, চালসা, জলপাইগুড়ি
এই চাকরির জন্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
একাধিক পদের জন্য আবেদন করলে, আবেদনপত্র বাতিল করা হবে।
নাইট গার্ড ও সুইপার পদের আবেদনকারীদের স্থানীয় বাসিন্দা হতে হবে। এজন্য গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র জমা দিতে হবে।
এটি একটি দুর্দান্ত সুযোগ, তাই আপনি যদি যোগ্য হন তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা করতে ভুলবেন না।
OFFICIAL WEBSITE | CLICK HERE |
OFFICIAL NOTICE | CLICK HERE |
OFFICIAL FORM | CLICK HERE |
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।