রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পে OTP verification করা হবে। West Bengal All Schemes New update

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সাম্প্রতিক আমরা বিভিন্ন সময় দেখেছি পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের (Schemes) দুর্নীতির অভিযোগ উঠেছে তথা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে (in bank account) টাকা চলে গিয়েছে। রাজ্য সরকার টাকা দিচ্ছেন শুধু যোগ্য (eligible) উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে (Account) কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কোনোভাবে অন্যের অ্যাকাউন্টে (Account) পৌঁছচ্ছে টাকা। এই অভিযোগ বারবার রাজ্য সরকারের (State Government) কাছে যাওয়ার কারণেই এবার পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকার তাড়াতাড়ি সমাধানের কাজ শুরু করছেন।

যেমন কি পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকারের একাদশ ও দ্বাদশ শ্রেণীর (11th and 12th class) পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার (10 thousand) টাকার ট্যাব (Tab) কেনা বা স্মার্টফোন (Smartphone) কেনার জন্য দিয়ে থাকেন, এর আগে দুর্নীতি হয়েছে কিন্তু ২০২৪-২৫ আর্থিক বছরে (In the financial year 2024-25) সীমা ছাড়িয়ে যাওয়ার জন্যই বিভিন্ন জেলা থেকে উঠে আসছে ট্যাব কেলেঙ্কারি (tab scam)।

তার যেরই বিভিন্ন জেলা (District) থেকে উদ্ধার হচ্ছে একের পর এক অভিযুক্ত (accused)। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প (Kanyashree scheme) থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের দুর্নীতির (Project corruption) অভিযোগ উঠছে রাজ্য সরকার (State Government) এই নিয়ম এড়াতে এবার নতুন (New) কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। কি নতুন পদক্ষেপ কীভাবে কাজ করবে সেটাই জানবো আমাদের এই প্রতিবেদনের (Article) মাধ্যমে।

নতুন কি পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার?

প্রত্যেক প্রকল্পকে “লিকপ্রুফ” (“Leakproof”) করবার জন্য রাজ্যের আধিকারিকদের (Officers) সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন দপ্তরের আধিকারিক (Officers)। এই “লিকপ্রুফ” (“Leakproof”) প্রক্রিয়া কিভাবে কাজ করবে? প্রশ্ন এখানেই! কোন কি শুরু হয় মিলবে পশ্চিমবঙ্গের (West Bengal)বিভিন্ন সামাজিক প্রকল্পের দুর্নীতি (Corruption) থেকে?

সামাজিক প্রকল্পের (Social projects) টাকা পাওয়ার ক্ষেত্রে “লিকপ্রুফ” (“Leakproof”) করার জন্য ওটিপি ভেরিফিকেশনের (OTP Verification) নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Chief Minister Mamata Banerjee)। এই ওটিপি ভেরিফিকেশনের (OTP Verification) বিষয়টি নিয়ে রাজ্যের শীর্ষ স্তরে একাধিক বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)।

রাজ্য সরকার ‘ইউভিন’ (UVIN) পদ্ধতির মাধ্যমে সকল টাকা ট্রান্সফার (transfer) জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে। কী এই ‘ইউভিন’ (UVIN)?

‘ইউভিন’ (UVIN)পদ্ধতির ব্যাখ্যা দিতে গিয়ে এক আধিকারিক জানিয়েছেন যে ইউনিক ভেরিফিকেশন অব ইন্ডিভিজুয়াল (Unique verification of individual) বা ইউভিন (UVIN) হল, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (Application programming interface) সাহায্যে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের (Beneficiary) তালিকা আর আধারের (Aadhaar) প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ (Consolidation)।

New Update:-

সে ক্ষেত্রে উপভোক্তার আধারের (Aadhaar) সঙ্গে যে মোবাইল নম্বরটির (Mobile Number) সংযোগ রয়েছে, তাতে ওটিপি (OTP) পাঠানো হবে। তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই (in bank account) টাকা যাচ্ছে কি না। এই পদ্ধতি আধার সিডিং(Aadhaar seeding) নয় বলেই দাবি প্রশাসনের। 

রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে কিভাবে টাকা প্রদান করে থাকেন :-

রাজ্য সরকার (State Government) উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (In bank account) দু’ভাবে টাকা পাঠায় রাজ্য সরকার (State Government)। কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি (Treasury) থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে (in nodal account) টাকা পাঠানো হয়।

সেখান থেকে টাকা ট্রান্সফার (transfer) হয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (In bank account)। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের (IFMS) মাধ্যমে ট্রেজারি (Treasury) থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ডিবিটি’(DBT) করা হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দ্বিতীয় (second) ক্ষেত্রটিতে রাজ্য সরকার (State Government) উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (In bank account) টাকা প্রদান করে থাকেন :-উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে (In bank account) টাকা যাচ্ছে, তার পুনর্যাচাই (Reverification) করার বিষয়টিও রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন,

দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ট্যাব (Tab) কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা (second incident) যাতে না ঘটে, সে ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক (Caution) করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)।

এই পদ্ধতি গ্রহণ করলে কতটা সর্তকতা থাকবে প্রশাসন?

প্রথমত কেন্দ্রীয় সরকার (Central Govt.) টাকা দিয়ে থাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে। যেখান থেকে কোন উপভোক্তাকে (Beneficiary) চিহ্নিত করণ করতে হয় না দ্বিতীয়বার (second time) সরাসরি যেই আধার কার্ডের (of Aadhaar Card) সাথে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ (Linking bank accounts) থাকবে

সেই উপভোক্তা সেই ব্যাংক একাউন্টেই (Bank account) টাকা যাবে। এটা পদ্ধতি কিন্তু রাজ্য সরকার (State Government) অবলম্বন করেন না। তবে এবার ওটিপি ভেরিফিকেশন (OTP Verification) কতটা কি কার্যকরী হতে পারে পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে তার দিকে অবশ্যই নজর থাকবে রাজ্যের প্রশাসন (State Administration) এবং বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের (Beneficiary)।

কবে থেকে শুরু হবে এই নতুন প্রক্রিয়া :-

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক (Officers) এবং রাজ্য প্রশাসনের (State Administration) তরফ থেকে এই সংক্রান্ত কোনো আপডেটস জারি করা হয়নি। রাজ্য প্রশাসনকে নিয়ে আধিকারিকগণ (Officers) বৈঠক করবার পরে এতটুকুই জানানো হয়েছে যে কি পদ্ধতিতে কাজ এবার করবে।

তবে এটা কবে থেকে কার্যকরী (active) হচ্ছে এবং কোন কোন প্রকল্পে (Schemes) নতুন নিয়ম জড়িত হচ্ছে তার ব্যাপারে কোনরকম তথ্য দেয়নি রাজ্যের প্রশাসন (State Administration) , বা আধিকারিক (Officers)।

এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) এই নিয়ে সতর্ক করে দিয়েছেন রাজ্য প্রশাসনকে (State Administration),যাতে কোন রকম দুর্নীতির (of corruption) অভিযোগ আর দ্বিতীয়বার (second time) না ঘটে।

অর্থাৎ যোগ্য উপভোক্তার (Beneficiary) ব্যাংক একাউন্টে (Bank account) যাতে এই প্রকল্পের টাকা যায়। করা বার্তা জারি করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB SCHEME NEWS

WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।

Leave a Comment