Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

পশ্চিমবঙ্গ রাজ্য শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

West Bengal Milan Mela 2025: চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, পশ্চিমবঙ্গে আছে চাকরির মেলা, আবেদন কি করা যাবে অনলাইনে!

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে (WBMDFC) ও প্রচেষ্টায় বার্ষিক মিলন উৎসব। এই মেলার বিশেষ আকর্ষণ হলো West Bengal Job Fair 2025 আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কর্তৃপক্ষ।

এই মিলন উৎসবে সবথেকে সুবিধে ভাবে রাজ্যের বেকার যুবক-যুবতীরা, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ, এই মেলার মাধ্যমে তারা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে চাকরির সুযোগ বা চাকরির খোঁজ পাবেন।

আরও পড়ুন:বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন। বাংলা আবাস যোজনা টাকা কবে দেবে? Awas Yojana Gramin List download 2024-25

Job Fair In West Bengal: WBMDFC

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মিলন মেলা চাকরি প্রার্থীদের জন্য সম্পন্ন বিনামূল্যে একটা কর্মসূচি, এবং প্রতিটি চাকরিপ্রার্থী সম্পন্ন বিনামূল্যে এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আমরা এই মেলার সম্পর্কিত সমস্ত তথ্য খুঁটিনাটি জেনে নেব প্রতিবেদন এর মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন এবং অন্যদের শেয়ার করে সুযোগ করে দেবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Table of Contents

Job Fair In West Bengal: চাকরির মেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য : (Job Fair 2024)

১) কোন সংস্থার উদ্যোগে আয়োজিত এই চাকরির মেলা?

চাকরির মেলা সম্পর্কিত উদ্যোগটি সম্পন্নভাবে নেওয়া হয়েছে :-পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC) কর্তৃপক্ষের দ্বারা।

আরও পড়ুন:-বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ₹15,000 টাকা দিচ্ছে। ৩লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র সরকার। Pm Vishwakarma Yojana Apply Online.

২) পশ্চিমবঙ্গে চাকরির মেলার তারিখ ও সময়সীমা?

সংস্থা দ্বারা জানানো হয়েছে যে চাকরির মেলাতে আবেদন করবার জন্য যা সময়সীমা রাখা হয়েছে তা হলো:- আবেদন শুরুর তারিখ: ৯ ডিসেম্বর ২০২৪। এবং আবেদনের শেষ সময় রাখা হয়েছে সংস্থা দ্বারা নির্ধারিত করে:-আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্য শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal
WEST BENGAL JOB FAIR ONLINE APPLY

৩) পশ্চিমবঙ্গে চাকরির মেলা অনুষ্ঠিত কবে হবে?

চাকরির মেলা অনুষ্ঠিত হবে: ২রা জানুয়ারি ২০২৫ থেকে ৭ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই মেলা চলবে।

৪) পশ্চিমবঙ্গের কোন স্থানে মিলন মেলা অনুষ্ঠিত হবে?

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর মাধ্যমে জানানো হয় এই মেলা অনুষ্ঠিত স্থান:- Kolkata, Park Circus Maidan নিকটবর্তী।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরও পড়ুন: Bangla Shashya Bima Status Cheak online. বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন।

Job Fair In West Bengal

৫) পশ্চিমবঙ্গের মিলন মেলার বিশেষ বৈশিষ্ট্য?

চাকরিপ্রার্থীদের জন্য সব থেকে বড় সুযোগ কারণ এতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে সম্পন্ন ইন্টারভিউ এর মাধ্যমে।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা নতুন এবং অভিজ্ঞ উভয়ই এই মেলায় বা চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন।

পশ্চিমবঙ্গের এই মিলন মেলায় সর্বোচ্চ ৩০ টি বা তার বেশি কোম্পানির অংশগ্রহণ থাকবে।

ওরিয়েন্টেশন সেশন এবং ওয়ার্কশপের ব্যবস্থাও থাকবে।

৬) Job Fair 2024: মিলন মেলায় আবেদনের যোগ্যতা কি কি?

পশ্চিমবঙ্গের অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মিলন মেলায় আবেদন করতে পারবেন :-যেকোনো পেশাগত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা এবং নতুনরা আবেদন করতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন:Lakshmir Bhandar December Month Payment Final date. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে ডিসেম্বর মাসে?লক্ষীর ভান্ডার দ্বিগুন করলো?

Job Fair 2024: মিলন মালে আবেদন করার পদ্ধতি?

পশ্চিমবঙ্গের এই চাকরির মেলায় আবেদন করতে গেলে সম্পন্ন অনলাইন এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে চাকরিপ্রার্থীদের বা আবেদনকারীদের।এবং অনলাইনের মাধ্যমে কীভাবে ফর্ম পূরণ করবেন আপনি আপনার ফোন তা বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো স্টেট বাই স্টেপ।

STEP:-1

সর্বপ্রথম আপনাদের স্মার্টফোন কিংবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে, চলে যেতে হবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমে (WBMDFC) অফিসিয়াল ওয়েবসাইটে।

OFFICIAL WEBSITECLICK HERE

Step:-2

অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পরপরই আপনার চোখের সামনে থাকা :- “Application For Milan Utsav 2025 Events”- এ ক্লিক করতে হবে।

Step:-3

তারপরে আপনি সরাসরি দেখতে পাবেন “Apply For Job Fair:- 2025” Option Select করুন।

Step:-4

সর্বপ্রথম আপনি যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে চান সেই মোবাইল নম্বর কি আপনি ইন্টার করুন। এরপরে সেই মোবাইলে আসা ওটিপিটি ইনপুট করে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্যে ক্লিক করুন।

Step:-5

এরপরই আপনার সামনে খুলে যাবে একটি আবেদনপত্র সেই আবেদন পত্র সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে।এখানে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপরে আপনার সঠিক তথ্য দেওয়া BIO Data (Upto 1Mb) PDF Format এ আপলোড করতে হবে। সঠিক BIO Data দেবেন।

Step:-6

তারপরেই যে ফরমটি পূরণ করলেন তা যদি সম্পূর্ণভাবে সঠিক এবং আপনার হয় তাহলে আপনি সবকিছু ভালোভাবে চেক করে টিক অপশন এ ক্লিক করে সাবমিট করুন। এরপরই আপনার সামনে যে রিসিভ কপিটি চলে আসবে তা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন কিংবা প্রিন্ট আউট করে আপনার পাশে রাখুন।

আরও পড়ুন:Pm internship scheme. Apply PM Internship Scheme 2024 online. বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষন দিয়ে প্রতিমাসে ৫০০০ টাকা।

মিলন মেলার আবেদন করতে কি কি নথিপত্র এর প্রয়োজন আবেদনকারীদের?

  • ১. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (অরিজিনাল এবং জেরক্স)।
  • ২. আবেদনকারীর স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র।
  • ৩. বায়োডাটা (Upload PDF Upto 1Mb)

কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য:-

প্রত্যেক চাকরিপ্রার্থী আবেদনের আগে মাথায় রাখবেন এতে যে সমস্ত চাকরির সুযোগ রয়েছে সম্পন্ন বেসরকারি চাকরি।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC) শুধু আপনার এবং বেসরকারি সংস্থার মাধ্যমে মেলবন্ধন তৈরি করবার জন্যই এ সংস্থা কাজ করে। চাকরিপ্রার্থী বাছাই এর মধ্যে কোনোরকম (WBMDFC) সংস্থার হাত নেই।হলে এখনই আপনি আবেদন করুন অনলাইনের মাধ্যমে।

বেসরকারি সংস্থা যখন আপনাকে নির্বাচন করবে তখন আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপরেই কিন্তু ভিত্তি করে আপনাকে প্রার্থী হিসাবে বাছাই করা হবে। সম্পন্ন নির্ভর করে বেসরকারি সংস্থার উপরে।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC) সংস্থায় আয়োজিত এই মিলন মেলায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দসই চাকরি পেতে পারেন এটুকু সুবিধা রয়েছে। তাই যদি আপনি চান এটা আবেদন করতে তাহলে শীঘ্রই আবেদন করুন, অনলাইনের মাধ্যমে ২০২৫ সালের মিলন মেলার জন্য।

Milan Mela: পশ্চিমবঙ্গ রাজ্য শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। Job Fair In West Bengal

West Bengal Milan Mela 2025: চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, পশ্চিমবঙ্গে আছে চাকরির মেলা, আবেদন কি করা যাবে অনলাইনে!
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে (WBMDFC) ও প্রচেষ্টায় বার্ষিক মিলন উৎসব। এই মেলার বিশেষ আকর্ষণ হলো West Bengal Job Fair 2025 আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কর্তৃপক্ষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SAIDUR RAHMAN

আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।

Leave a Comment