West Bengal Latest Recruitment 2024:
West Bengal Latest Recruitment 2024:- এবার পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশেই চাকরির সুযোগ!
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জেলা শাসকের কার্যালয় থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সরাসরি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবং স্নাতক পাস চাকরি প্রার্থীদের জন্য ভিন্ন ভিন্ন পদে নিয়োগের সুব্যবস্থা করেছেন।
এই বিজ্ঞপ্তিতে এমনও জানানো হয়েছে বেশ কিছু পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থী নেওয়া হবে, এবং কিছু কিছু পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ উভয় প্রয়োজন।
Recruitment Details:-
যোগ্য চাকরি প্রার্থীদের আবেদনের জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীর আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। এই বিভিন্ন পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া, বেতন, এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলি আলোচনা করা হলো। যোগ্য চাকরিপ্রার্থীরা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বেন। এবং অন্যদের শেয়ার করে সুযোগ করে দেবেন।
Table of Contents
কোন কোন পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের?
- ১)হেল্পার (Helper), ২)রান্নার কাজে (Cook), ৩) দারোয়ান কাম নাইট গার্ড (Darwan Cum Night Guard), ৪) কর্ম বন্ধু (Karmabandhu), ৫) তত্ত্বাবধায়ক (Caretaker), ৬) সুপারিনটেনডেন্ট ( Superintendent)
বিজ্ঞপ্তি অনুসারে এই ৬টি পদে নিয়োগ করা হবে, চলুন এবার জেনে নিই কোন পদে কি বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা আবেদন প্রক্রিয়া।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
- বেতন: মাসিক ৫,০০০ টাকা।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর (সংরক্ষিত আবেদনকারীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য)।
২) দ্বিতীয় পদ: কুক (Cook)
- বেতন: মাসিক ৭,০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
৩) তৃতীয় পদ: দারোয়ান-কাম-নাইট গার্ড (Darawan Cum Night Guard)
- বেতন: মাসিক ৬,০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
৪) চতুর্থ পদ: কর্মবন্ধু (Karmabandhu)
- বেতন: মাসিক ৫,০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
৫) পঞ্চম পদ : কেয়ারটেকার (Caretaker)
- বেতন: মাসিক ৯,০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
৬) ষষ্ঠ পদ : সুপারিনটেনডেন্ট (Superintendent)
- বেতন: মাসিক ১৫,০০০ টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
- বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া :-
নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে :-
নিম্নলিখিত পদ গুলি শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে:-
কর্ম বন্ধু, দারোয়ান কাম নাইট গার্ড, হেল্পার, রান্না। ( এই চারটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে তথা কোনো পরীক্ষা ছাড়াই কেবল মাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরি নিতে পারবেন যোগ্য চাকরি প্রার্থীরা।
Wb Recruitment Notice: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত যে সমস্ত পদ:-
এখানে শুধু দুইটি পদকে রাখা হয়েছে প্রথমত:- ১) কেয়ারটেকার, ২) সুপারিনটেনডেন্ট। এই দুই পদে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ও ইন্টারভিউ এর মাধ্যমে।
এই চাকরির জন্য আবেদন পদ্ধতি :-
উপরে যে ছয়টি পদের ব্যাপারে আলোচনা করা হলো সেই পথ গুলোতে আবেদন করবার জন্য নিম্নলিখিত পদ্ধতি আলোচনা করা হলো:-
আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অনলাইন কোনোরকম পোর্টাল নেই। অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিকভাবে ও সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে।
অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন পত্র ডাউনলোড করবার পর পূরণ করে আবেদন পত্রটি প্রয়োজনীয় নথি পত্রসহ নির্ধারিত ঠিকানায় বা যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে পাঠাতে হবে। ২টি মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। ১) আপনি সরাসরি সেই ঠিকানায় গিয়ে জমা দিতে পারেন সময়ের মধ্যে। ২) এছাড়াও আপনি By Post মাধ্যমে পাঠাতে পারেন আবেদন পত্রটি।
আরও পড়ুন:–PAN Card 2.0 New Pan Card Rule start on All Over india . নতুন প্যান কার্ড করতে হবে?
চাকরিপ্রার্থীদের আবেদনপত্র পাঠাবার সঠিক ঠিকানা:-
Application is 12.12.2024 upto 16.00 Hours by Post or by hand only in the Drop Box kept at the Office of the
Office Address:- Project Officer-cum-District Welfare Officer,
Backward Classes H’e1fare & Tribal Development,
Malda, Cemetery Road Near BT College,
PO Malda, PS English Bazar, Dist. Malda, PIN 732101
এই ৬টি পদে আবেদনের শেষ তারিখ কবে:-
সময় নির্ধারণ করা হয়েছে ১২ই ডিসেম্বর, ২০২৪ (সময়:-বিকেল ৪টার) মধ্যে প্রত্যেক চাকরিপ্রার্থীরা জমা দিতে আবেদন পত্র। তাই যোগ্য চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে সঠিক সময় সঠিকভাবে আবেদনপত্র জমা দেবেন ১২ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে। (NB: The last date of submission of Application is 12.12.2024 upto 16.00 Hours)
FORM DOWNLOAD LINK:- | CLICK HERE |
OFFICIAL WEBSITE:- | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION:- | CLICK HERE |
SAIDUR RAHMAN
আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমি বিগত ২বছর থেকে প্রতিবেদন লিখি। এর সাথে আমি পড়াশোনা করি।