পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ছোট থেকে নিয়ে বড় অর্থাৎ শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত একাধিক প্রকল্প শুরু করেছেন। এরমধ্যে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার ঐক্যশ্রী প্রকল্প শুরু করেছেন। যাতে আবেদন করলেই পেয়ে যাবেন ১১০০ থেকে ৩৩০০০ টাকা পর্যন্ত।
ঐকশ্রী কোথায় আবেদন করতে হবে? কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন এই প্রকল্পে। এতে বিশেষ সুবিধেয় দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত পড়ুয়ারা আবেদন করবে তাদের সরাসরি বৃত্তি দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। বিভিন্ন ক্লাস ভিত্তিক ভাগ করা হয়েছে এই প্রকল্পের টাকা। সর্বনিম্ন ১১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩০০০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে আর্থিক সহায়তা।
আবেদন কোথায় করতে হবে?
পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো প্রকল্প শুরু হয়েছে সব প্রকল্প অনলাইনে আবেদন না হলেও এই প্রকল্প অর্থাৎ ঐকশ্রী প্রকল্পে সম্পন্ন আবেদন প্রক্রিয়া ও ভেরিফিকেশন পর্যায় অনলাইনে সম্পন্ন করা হবে যাতে কোন রকম ছাত্র-ছাত্রীদের অসুবিধা না হয়।
আবেদন এর শেষ সময় কবে?
ঐক্য শ্রী প্রকল্পে আবেদনের শেষ সময় আছে কিন্তু সেই শেষ সময় আসার আগে আগেই রাজ্য সরকার আবারও টাইমলাইন বাড়িয়ে দেয় এর কারণ হিসেবে রাজ্য সরকার জানাই যে সমস্ত পড়ুয়ারা আবেদন করতে ছুটে গিয়েছে বা বাদ পড়ে গিয়েছে এই প্রকল্প থেকে তাদের যেন সম্পন্ন করা যায় আবেদন পত্র সে কারণেই।
তাই আবেদনের বর্তমানে যশোর সময় রয়েছে তাই আপনাদের আলোচনা করছি পরবর্তীতে আপনারা Wbmdfc পোর্টালে গিয়ে চেক করতে পারবেন কত তারিখ শেষ সময়।
প্রকল্পের নাম:- | ঐকশ্রী প্রকল্প |
প্রকল্পের উদ্দেশ্য :- | ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান। |
আবেদনের শেষ সময় :- | আপাতত-৩১শে অক্টোবর ২০২৪ পর্যন্ত। |
আবেদন কিভাবে হবে:- | আবেদন online করা যাবে। |
Official Website :- | https://wbmdfcscholarship.in/ |
***Applications with respect to Pre-Matric, Post-Matric, TSP, MCM and SVMCM Fresh and Renewal applications for the Academic year 2024-25 can be made till 31st October 2024.*** ***Aikyashree Portal will remain under maintenance from 17-10-2024 to 19-10-2024. will be functional from 20-10-2024. Inconvenience is regretted.***
বিশেষ নিয়ম :-
ঐকশ্রী প্রকল্পে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন করবেন তারা অন্য কোন স্কলারশিপ যদি পেয়ে থাকে তবে স্কলারশিপের জন্য যোগ্য হবে না অর্থাৎ ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র একটি স্কলারশিপের জন্য যোগ্য যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়ম করেছেন।
এছাড়াও বিশেষ নিয়ম রয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে যারা আবেদন করবে তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে দরকার কোন ছাত্র-ছাত্রী অন্য অ্যাকাউন্ট দিয়ে এই প্রকল্পের টাকা নিতে পারবেন না যা আগে চলছিল বর্তমানে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে পরিবর্তন করে যেই উপভোক্তা আবেদন করবেন তার নিজের নামে অ্যাকাউন্ট পাসবুক লাগবে। তবেই ব্যাংক একাউন্টে ঢুকবে এই প্রকল্পের আর্থিক সহায়তা।
WB SCHEME NEWS
WB SCHEME NEWS-এর প্রতিবেদন লিখি। আমি বিগত ৫বছর থেকে সমাজ মাধ্যমে কর্মরত। আমি এখন বর্তমানে এই Website -এ Article লিখা ও অন্যান্য কাজের সাথে যুক্ত।